Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি সলমন খানকে। লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নাম করে হুমকি ফোন মুম্বই ট্রাফিক পুলিশের কাছে। ৫ কোটি টাকার দাবি।
  • মণিপুরে গ্রেফতার নিষিদ্ধ গোষ্ঠীর সাত সদস্য। উদ্ধার অস্ত্র,গোলাবারুদ। থৌবাল, বিষ্ণুপুর জেলায় দু’টি পৃথক অভিযানে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। সেপ্টেম্বর থেকেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয় মণিপুরের বিস্তীর্ণ এলাকা।
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেন তিনি। ১৩ নভেম্বর মামলার শুনানি।
  • সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির কথা ছিল। পরিবর্তে বুধবার সকালে মামলাটি শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ।
  • উইকিপিডিয়া-কে নোটিস কেন্দ্রের। উইকিপিডিয়া-র পাতায় পক্ষপাতদুষ্ট এবং অসত্য তথ্য যুক্ত করার অভিযোগ। তার প্রেক্ষিতেই উইকিপিডিয়া-কে নোটিস কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের।
  • ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিকে সব ক্ষেত্রে অধিগ্রহণ করতে পারে না সরকার। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৯ বিচারপতির বেঞ্চের। শীর্ষ আদালতের মতে, ব্যক্তি মালিকানাধীন সব সম্পত্তি গোষ্ঠী উন্নতির কাজে ব্যবহারের মতো নয়। জনস্বার্থের কারণ দেখিয়ে সেগুলি অধিগ্রহণ করা যায় না।
  • ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনের আবেদন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের কাছে লেটার অফ ইনটেন্ট জমা ভারতীয় অলিম্পিক কমিটির।  
  • রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে নিখোঁজ ২৫টি বাঘ। এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে বন দফতরের। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি।
  • উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন বৈধ। এই আইন সাংবিধানিক। সুপ্রিম নির্দেশের ফলে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর বাধা রইল না। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ করে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
  • New Date  
  • New Time  
ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে

14
March 2024

ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে

নাজিয়া রহমান, সাংবাদিক : ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে। চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহ থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী।তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি থাকছে। তবে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে বঙ্গবাসীর বলে মত আবহাওয়াবিদদের । পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার আকাশ কিছুটা পরিস্কার থাকলেও বৃহস্পতিবার থেকেই দেখা যাচ্ছে আবহাওয়ার আমূল পরিবর্তন । বিশেষত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়ার মত। বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্প, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মেঘের আনাগোনা বাড়ছে। সেই কারণেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলে মত হাওয়া অফিসের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দেখা গিয়েছে ৩৯ থেকে ৯৫ শতাংশের আশপাশে। তবে বৃহস্পতিবার মেঘলা আকাশের জন্য কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩ডিগ্রি বেশি।সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আহওয়াবিদদের মতে, মেঘের কারণে সামগ্রিক তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে স্বল্প সময়ের জন্য বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এরপর শনিবার ও রবিবার ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বৃষ্টির ফলে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমতে পারে বলেই আশাবাদী আবহাওয়াবিদদেরা। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কর্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে পরের সপ্তাহ থেকে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে বলে মত হাওয়া অফিসের।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​