প্রথম তিন দফা ভালোয় ভালোয় মিটেছে। চতুর্থ দফা নিয়ে চিন্তায় ছিলো নির্বাচন কমিশন। ভোটের দিন দেখা গেলো কমিশনের চিন্তা খুব একটা অমূলক ছিল না। সোমবার সকাল থেকেই বিক্ষিপ্ত অভিযোগ আসতে শুরু করেছিলো কমিশনের দফতরে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে অভিযোগের বহর। বেলা এগারোটা পর্যন্ত বেশি অভিযোগ এসেছে সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সোমবার বেলা এগারোটার মধ্যে কমিশনের দফতরে জমা পড়া অভিযোগের সংখ্যা ছাড়ালো হাজার। যার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বহরমপুর থেকে। তিনটি মাধ্যমে অভিযোগ নেওয়ার ব্যবস্থা করেছে কমিশন। যার মধ্যে সিইও দফতরে অভিযোগ জমা দেওয়া যায় সিএমএস পোর্টালের মাধ্যমে। এদিন বেলা এগারোটা পর্যন্ত এই মাধ্যমে মোট ১৫৭ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে সিপিএম অভিযোগ জানিয়েছে ৭২ টি, জোট শরিক কংগ্রেসের অভিযোগ ৬০ টি। বিজেপি ৬ টি ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ মাত্র ১ টি। এছাড়া কমিশনের সদর দফতর দিল্লিতে দুটি মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যায়। তারমধ্যে এনজিআরএস (National Grievance Redressal System) এ অভিযোগ জমা পড়েছে ৭৭৭ টি। বহরমপুর থেকে ১৪১, রানাঘাট ও কৃষ্ণনগর মিলিয়ে ১৯৯ টি, বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর মিলিয়ে ২৪৫ টি, আসানসোল থেকে ৮৮ টি এবং বীরভূম জেলা থেকে ১০৪ টি অভিযোগ এসেছে। পাশাপাশি সি-ভিজিল অ্যাপে জমা পড়া মোট অভিযোগের পরিমান হলো ১৫৪ টি।
আরও পড়ুন : অবশেষে চতুর্থ দফায় ফিরলো বুথ জ্যামের অভিযোগ