সোমবার পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের যে সাত আসনে ভোট হতে চলেছে তারমধ্যে হুগলী লোকসভার ৮৭ শতাংশের বেশি বুথকে স্পর্শকাতর বা ঝুঁকিপূর্ণ বুথ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি এই দফার সব বুথ মিলিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ বুথই কমিশনের হিসাবে ঝুঁকিপূর্ণ। ফলে এইসব বুথে বুথ পিছু হাফ সেকশন অর্থাৎ চার জন করে কেন্দ্রিয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- অতীত নির্বাচনে ভোটের দিনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ঝুঁকিপূর্ণ বা সংবেদনশীল বুথের তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। অনেক সময় রাজনৈতিক দলগুলোর আবেদনের ভিত্তিতে যথার্থতা অনুযায়ীও কিছু বুথ কে এই তালিকায় নিয়ে আসা হয়। সেই হিসাবে রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে সাত আসনের মোট ১৩,৪৮১ টি বুথের মধ্যে ৭,৭১১ টি বুথ কে ক্রিটিক্যাল বা সংবেদনশীল বুথ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, যা মোট বুথের প্রায় পঞ্চাশ শতাংশ এর বেশি।
এই দফায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বুথ রয়েছে হুগলী লোকসভা কেন্দ্রে। এখানকার মোট ২,০৪৮ টি বুথের মধ্যে ১,৭৮৭ টি বুথ ঝুঁকিপূর্ণ। অর্থাৎ প্রায় ৮৭.২৫ শতাংশ বুথকেই কমিশন ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। এর ঠিক পরেই রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্র। এখানকার মোট ২,০৭৮ টি বুথের মধ্যে কমিশনের হিসাবে ঝুঁকিপূর্ণ বুথ হলো ১,৭৭০ টি। যা মোট বুথের প্রায় ৮৫.১৭ শতাংশ। এছাড়া শ্রীরামপুর কেন্দ্রের মোট ২,০৭৬ টি বুথের মধ্যে ১,২৩৬ টি, ব্যারাকপুর কেন্দ্রের ১,৫৯১ টির মধ্যে ১,০৬৯ টি, উলুবেড়িয়া আসনে ১,৮৬৩ টির মধ্যে ৬৯৪ টি, হাওড়ার ১,৮৯৫ টি বুথের মধ্যে ৬০৫ টি বুথ ও বনগাঁ কেন্দ্রের মোট ১,৯৩০ টির মধ্যে ৫৫০ টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে কমিশন। বলাই বাহুল্য এই সব বুথ গুলোর দিকে ভোটের দিন কমিশনের অধিক নজরদারি থাকবে।
আরও পড়ুন : পঞ্চম দফায় মোতায়েন কেন্দ্রিয় বাহিনী সাড়ে ছয়’শো আর রাজ্য পুলিশ সাড়ে পঁচিশ হাজার