নাজিয়া রহমান, সাংবাদিকঃ বই হাতে পেতে দেরি। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা, ইংরেজি সহ মোট ৬টি ভাষার বইয়ের পিডিএফ আপলোড করছে সংসদ। আজই করা হবে আপলোড।
বই হাতে পেতে দেরি। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা, ইংরেজি সহ মোট ৬টি ভাষার বইয়ের পিডিএফ আপলোড করছে সংসদ। আজই করা হবে আপলোড। দীর্ঘ ১৩ বছর পর পরিবর্তিত হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। নতুন সিলেবাসের বই ছাপাতে সময় লাগবে আগেই জানায় প্রকাশকেরা। নিয়ম অনুযায়ী, প্রকাশকদের কাছে লেখা আসার পর প্রথমে বইটি যায় শিক্ষা দফতরের কাছে। সেখান থেকে এ রাজ্যের টেক্সটবুক কর্পোরেশনের কাছে পাঠানো হয়। তারপর তা প্রুফ রিডিং-এর জন্য পাঠানো হয়। এরপর সেখান থেকে আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আসে সংশোধনের জন্য। তার পর সেখান থেকে ফের যায় শিক্ষা দফতরে যায়। তারপর পাঠানো হয় সমস্ত জেলার ডিআই-দের কাছে। সবশেষে তা স্কুলে-স্কুলে পৌঁছে দেওয়া হয়।বই ছাপানোর ক্ষেত্রে যে নিয়ম বহাল, তা অনেকটাই জটিল ও সময়সাপেক্ষ বলে মত সংসদেরও। আর এই সব নিয়মের পর বই ছাত্রছাত্রীরা হাতে বই পেতে পেতে জুনের তৃতীয় সপ্তাহ হয়ে যেতে পারে বলে মত শিক্ষকমহলের একাংশের। তাই সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সুবিধার্থে সংসদের তরফ থেকে পিডিএফ কপি আপলোড করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারই এই কপিগুলো আপলোড করা হবে বলেই জানিয়েছে সংসদ। সংসদের এই সিদ্ধান্তে শিক্ষার্থী থেকে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকের সুবিধে হবে বলে মত শিক্ষকমহলের।
আরও পড়ুন : আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সে আসছে বড় বদল