সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – লোকসভা নির্বাচনের ৪ দফা অতিক্রান্ত। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর পর ভোটকেন্দ্রে গিয়ে জানা গেল ভোট পড়ে গিয়েছে অর্থাৎ ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে। এবার কি করার! করার আছে। অন্য কেউ আপনার ভোট দিয়ে গেলেও আপনি ভোট দিতে পারবেন এবং সেই ভোটকে টেন্ডার ভোট হিসাবে গণ্য করা হবে। এখন প্রশ্ন হল, টেন্ডার ভোট কী? এই ভোট কি গণনা হয়? কীভাবেই বা এই টেন্ডার ভোট দেওয়া যায়? ভোটকেন্দ্রে গিয়ে যদি দেখা যায়, কোনও ব্যক্তির ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে তখন টেন্ডার ভোট দেওয়া যায়। প্রিসাইডিং অফিসারকে গিয়ে জানাতে হবে যে, আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে। প্রিসাইডিং অফিসার আপনার পরিচয় পত্র দেখবেন। তিনি যদি সব কিছু সঠিক দেখেন এবং নিশ্চিত হন তখন তিনিই টেন্ডার ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। তবে এই টেন্ডার ভোট ইভিএম- এ দেওয়া যাবে না।
ব্যালট পেপারে দিতে হবে। ব্যালট পেপারে “টেন্ডার ভোট” লেখা থাকে। প্রিসাইডিং অফিসার মুখবন্ধ খামে “টেন্ডার ভোট” পেপার সিল করে দেয়। ভোট তো দিয়ে দিলেন, এবার এই ভোট কি গণনা হবে? অবশ্যই গণনা হবে। তবে সব ক্ষেত্রে না এবং গণনারও রয়েছে বিশেষ নিয়ম। টেন্ডার ভোট মূল ভোট গণনার সঙ্গে গণনা করা হয় না। নির্বাচনের শেষে ফল ঘোষণার সময় টেন্ডার ভোট মূল গণনার সঙ্গে যুক্ত করা হয় না। যদি দেখা যায় দুই প্রার্থীর মধ্যে জয়ের ব্যবধান প্রদত্ত টেন্ডার ভোটের থেকে কম হয়, তখন পরাজিত প্রার্থী আদালতের দ্বারস্থ হয়ে আবেদন করতে পারেন এবং টেন্ডার ভোট গণনার দাবি জানাতে পারেন। তবে শুধুমাত্র হাইকোর্টের নির্দেশেই টেন্ডার ভোট তখন মূল ভোট গণনার সঙ্গে যুক্ত করা হয়। চতুর্থ দফায় পুনে শহর কংগ্রেসের সভাপতি অরবিন্দ শিন্ডে ভোট দিতে গিয়ে দেখেন তাঁর ভোট অন্য কেউ দিয়ে গেছে। তখন তিনি প্রিসাইডিং অফিসারকে গিয়ে জানান এবং প্রিসাইডিং অফিসার টেন্ডার ভোট দেওয়ার ব্যবস্থা করেন।
আরও পড়ুন : পর্যটক টানতে বিশেষ উদ্যোগ