সঞ্জনা লাহিড়ী, সাংবাদি- আগামী ৯ই জুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে বৈঠক NDA-র। বৈঠকের সকালে সংসদ ভবনের বাইরে গেটের কাছ থেকে ৩ সন্দেহভাজনকে আটক করা হয়। ৩ জনকে আটক করে CISF। ৩ সন্দেহভাজনের নাম কাশিম, মনীশ এবং শোয়েব। ৩ জনই শ্রমিক। তাদের থেকে উদ্ধার হয় জাল আধার কার্ড। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এদিন সকালে দিল্লিতে সংসদ ভবনের ৩ নম্বর গেটের সামনে দাঁড়িয়েছিল, ভিতরে ঢোকার চেষ্টা করছিল। সেখান থেকেই আটক করা হয় এই ৩ জনকে। সিআইএসএফ অভিযুক্তদের আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। পরে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ।
শুধু জাল আধার নয়, জাল পাসপোর্টও পাওয়া গেছে ৩ জনের থেকে। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। জঙ্গি হামলা বা নাশকতার কোনও ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করা হবে। সংসদের নিরাপত্তার দায়িত্বে এতদিন নিজস্ব নিরাপত্তা বাহিনী ছিল। লোকসভা নির্বাচন চলাকালীন মোদী সরকার সংসদের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেয়। দায়িত্ব হস্তান্তরের পরই বড় সাফল্য CISF-এর। এনডিএ বৈঠকের আগেই গ্রেফতার ৩ সন্দেহভাজন। গত বছর সংসদে প্রতিবাদ দেখাতে ঢুকে পড়েছিল কয়েকজন। ফ্লেয়ার গান নিয়ে তাঁরা সংসদের ওয়েলে ঝাঁপিয়ে পড়ে। ওই ঘটনায় গ্রেফতার হয় মূল চক্রী ললিত ঝা। এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় তীব্র উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন : প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল। ৩৮ দিনের মাথায় ফলপ্রকাশ