শনিবার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (ICC T20 World Cup Final) মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND Vs SA)। এই প্রথম আইসিসি আয়োজিত কোনো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি এই দুই দল। খেলায় জিত বা হার, যাই হোক না কেন, দুই দলের ঘরেই ঢুকবে কোটি কোটি টাকা। এবারের এই এডিশনের জন্য প্রাইজ মানি হিসাবে আইসিসি (ICC) দিচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। যা আইসিসির হিসাবে রেকর্ড।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি হিসাবে এর আগে এত কোটি টাকা বরাদ্দ করেনি আইসিসি। শুধু ফাইনালের দুই দলের জন্যই নয়, আইসিসি টাকা দিচ্ছে এই বিশ্বকাপে অংশ নেওয়া সবকটি দলকেই। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের প্রাইজ মানি হলো ৯৩.৮০ কোটি টাকা।
ফাইনালে জিতলে কত টাকা
শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত বা দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে তাদের ঝুলিতে ঢুকবে ২.৪৫ মিলিয়ন ইউএস ডলার বা প্রায় ২০.৪২ কোটি টাকা।
ফাইনালে হারলে পাবে কত কোটি
ফাইনালে যে দল হারবে তাঁরা ট্রফি না পেলেও আর্থিক ভাবে বেশ ভালোই লাভবান হবে। রানার্স দলকে দেওয়া হবে ১.২৮ মিলিয়ন ইউএস ডলার বা ১০.৬৭ কোটি টাকা।
তবে খেলা যদি আদৌ না হয় সেক্ষেত্রে এই পুরো টাকাটাই (৩১.০৯ কোটি) দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
সেমিফাইনালে হারা দুই দল কত পাচ্ছে
সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান দলকে দেওয়া হচ্ছে ৬.৫৬ কোটি টাকা করে।
এছাড়াও সেমিফাইনাল বা ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচে (গ্রুপ স্টেজ থেকে সুপার এইট পর্যন্ত) প্রতিটা ম্যাচের জয়ী দলের জন্য ২৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন : না খেলেও দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে চ্যাম্পিয়ন! কি বলছে আইসিসির আইন ?