সুচারু মিত্র, সাংবাদিক : NEET এবং NET কেলেঙ্কারি নিয়ে তোলপাড় কলকাতা।শনিবার প্রথমেই রাজভবনে North Gate (গেট) ঘেরাও করতে যায় যুব কংগ্রেস।NEET এবং NET নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, এবং গোটা বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কংগ্রেস রাজভবন বিক্ষোভ করতে যায়, এবং পুলিশ আটকে দেয় যুব কংগ্রেস কর্মীদের।
অন্যদিকে, তখন কলেজ স্ট্রিট ক্যাম্পাসও তোলপাড়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে প্রথমে আর এস এফ (RSF) । অতি বামপন্থী সংগঠন আর এস এফ, মুরলিধর সেন লেন অর্থাৎ বিজেপির যে সদর দফতর সেটা ঘেরাও করার চেষ্টা করে NEET দুর্নীতিকে সামনে রেখে। কিন্তু তাদেরকে আটক করে পুলিশ।এরপরই ABBP তারা কলেজ স্ট্রিটের সামনে বিক্ষোভ করতে শুরু করে,তারাও NTA এবং UGC চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে।তাদের দাবি এত বড়ো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় কি করে ?… অবিলম্বে UGC চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত সেই দাবিও রাখলেন তারা। ৫ থেকে ৬ দফা দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে ফলে NEET, NET সহ কেন্দ্রের একাধিক শিক্ষা দুর্নীতি নিয়ে এবার বিক্ষোভে ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন : বিজেপিতে কি এবার রাজ্য সভাপতিত্বে মহিলা মুখ?.. জল্পনা তুঙ্গে