এত আয়োজন, এত ঢ্যাঁড়া পেটানো, কমিশনের এত প্রচেষ্টা। তারপরেও অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা থেকেই ভোটের হার নিম্নমুখী। সেই ধারা বজায় রইলো শেষ দফার প্রথম দুই ঘন্টাতেও। আমাদের রাজ্যে প্রথম দুই ঘন্টার হিসাবে কলকাতা উত্তর কেন্দ্রে তো দশ শতাংশ ও ছুঁলো না ভোটের হার।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সারা দেশের আটটি রাজ্যের ৫৭ টি আসনে শেষ দফার ভোট চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় সারা দেশে ভোট পড়েছে মাত্র ১১.৩১ শতাংশ। সবচেয়ে বেশি ১৪.৩৫ শতাংশ হিমাচল প্রদেশে ও সবচেয়ে কম ৭.৬৯ শতাংশ ভোট পড়েছে উড়িষ্যা তে। আর আমাদের রাজ্যের ন’টি আসনের ভোটের হার হলো ১২.৬৩ শতাংশ। তারমধ্যে সবচেয়ে কম মাত্র ৮.৯২ শতাংশ ভোট পড়েছে কলকাতা উত্তর কেন্দ্রে।
দমদম কেন্দ্রে ভোটের হার ১০.৮৬ শতাংশ। বারাসত কেন্দ্রে ভোটের হার ১২.৯৪ শতাংশ। সকাল ন’টা পর্যন্ত বসিরহাট কেন্দ্রে ভোটের হার ১৫.৬৬ শতাংশ যা এখনও পর্যন্ত ন’টি আসনের মধ্যে সবচেয়ে বেশি। জয়নগর কেন্দ্রে ১৩.১৩ শতাংশ, মথুরাপুর কেন্দ্রে ১৩.৫৪ শতাংশ, ডায়মন্ড হারবার কেন্দ্রে ১৪.১৬ শতাংশ, যাদবপুর কেন্দ্রে ১৩.৪৬ শতাংশ ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ১০.১৬ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন : প্রচারে হেলিকপ্টার ব্যবহার। অন্যদের থেকে অনেক এগিয়ে তৃণমূল