ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: তারাতলা থানা এলাকায় কলকাতা বন্দরের জমি দখল করে রাজনৈতিক দলের পার্টি অফিস সহ একাধিক স্টল তৈরি করা হয়েছে। এই বেআইনি দখলদারির জেরে কলকাতা পোর্ট হাসপাতালে যাওয়ার পথ সংকুচিত হয়েছে এবং হাসপাতালের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। পুলিশকে বারবার অভিযোগ জানিয়ে কোন সুরাহা মেলেনি। অবশেষে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এ জেলা সে মামলা দায়ের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। পুলিশ কোন উদ্যোগ না নেওয়ায় বিনা বাধায় বন্দর কর্তৃপক্ষের রাস্তা দখল করে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে বলে অভিযোগ। অবিলম্বে তারা তারা থানার পুলিশকে এই বেআইনি নির্মাণ সরাতে হবে এবং বন্দর হাসপাতালে অবাধ যাতায়াতের ব্যবস্থা করতে হবে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। যদি এই বেআইনি নির্মাণ সরাতে অতিরিক্ত পুলিশ ফোর্স প্রয়োজন হয় সেজন্য সংশ্লিষ্ট যুগ্ম পুলিশ কমিশনার কে আবেদন জানাতে পারবে তারাতলা থানা নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশ মোতাবেক কি ব্যবস্থা নেয়া হয়েছে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে তারাতলা থানার ওসিকে। আগামী ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন : শিক্ষক নিয়োগ দূর্নীতির মামলায় কড়া পদক্ষেপ বিচারপতি বিশ্বজিৎ বসুর