অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম থেকেই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এবার ভোট পরবর্তী হিংসা রুখতে ১৯ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সবচেয়ে বেশি ৬০ কোম্পানি বাহিনী থাকছে শুধুমাত্র কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যে যে কেন্দ্রিয় বাহিনী আসে সেই বাহিনী ভোট মিটে যাওয়ার পর ফিরে যাওয়াই রেওয়াজ। ভোটের ফল বের হয়ে যাওয়ার পর অল্প কিছু বাহিনী ভোট পরবর্তী হিংসা রোখার জন্য রেখে দেওয়া হয়। তবে সেটাও মোতায়েন করা হয় নির্দিষ্ট কিছু এলাকাভিত্তিক জায়গায়। তবে এবার রাজ্যের প্রতিটা জেলা, পুলিশ জেলা ও কমিশনারেট এলাকাতেই আলাদা করে বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশন সূত্রে খবর, প্রাথমিকভাবে ৪ তারিখ ভোটের ফল ঘোষণার পর ৬ তারিখ পর্যন্ত বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। তবে রাজ্যের অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে ও কেন্দ্রে পরবর্তী সরকার গঠন হওয়া পর্যন্ত সময় ধরে নিয়ে এই বাহিনী আগামি ১৯ জুন পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। এই ৪০০ কোম্পানি বাহিনী কোথায় কত থাকছে ! জলপাইগুড়ি জেলায় ৬ কোম্পানি, আলিপুরদুয়ার জেলা ৫ কোম্পানি, কোচবিহার জেলা ১৩, দক্ষিণ দিনাজপুর জেলা ৭, রায়গঞ্জ পুলিশ জেলা ৬, ইসলামপুর পুলিশ জেলা ৬, দার্জিলিং জেলা ৬, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৫ কোম্পানি, কালিম্পং জেলা ৪, জঙ্গিপুর পুলিশ জেলা ৫, মালদহ জেলা ১২, আসানসোল পুলিশ কমিশনারেট এলাকায় ১১, বীরভূম জেলা ১৮, কৃষ্ণনগর পুলিশ জেলা ১০, মুর্শিদাবাদ জেলা ১৬, পূর্ব বর্ধমান জেলা ১৮, রানাঘাট পুলিশ জেলা ৭, বারাসত পুলিশ জেলা ৭, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ১৫, বসিরহাট পুলিশ জেলা ১২, বনগাঁ পুলিশ জেলা ১০, চন্দননগর পুলিশ কমিশনারেট ১০, হুগলী গ্রামীণ ১২, হাওড়া জেলা ১১, হাওড়া গ্রামীণ ৮, পশ্চিম মেদিনীপুর ১৫, বাঁকুড়া ১০, ঝাড়গ্রাম ১৩, পুর্ব মেদিনীপুর ২০, পুরুলিয়া ১০, বারুইপুর পুলিশ জেলা ১০, বিধাননগর পুলিশ কমিশনারেট ৭, ডায়মন্ড হারবার পুলিশ জেলা ৮ ও সুন্দরবন পুলিশ জেলায় ৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে আগামি ১৯ জুন পর্যন্ত।
আরও পড়ুন : বাড়ল দুধের দাম !