নাজিয়া রহমান, সাংবাদিক: শুরু হয়ে গিয়েছে কলেজে স্নাতকে অনলাইনে ভর্তির আবেদন (Online Admission Portal)। চলতি বছর থেকে একটিই পোর্টালে কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারছেন ছাত্রছাত্রীরা। রাজ্যের ৪৬১টি কলেজে স্নাতক স্তরের সাত হাজারের বেশি কোর্সে আবেদন করা যাচ্ছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করেছে উচ্চশিক্ষা দপ্তর (WBcap)। একটি পোর্টালের মাধ্যমে একাধিক কলেজে একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় ভর্তির পোর্টালের (Centralised Admission Portal ) মাধ্যমে আবেদনের সংখ্যা বিষয়ভিত্তিক প্রায় ২৪ লক্ষ ছাড়িয়েছে। আবেদন করেছেন প্রায় সাড়ে ৪ লক্ষ পড়ুয়া। প্রথমপর্বের আবেদন করার শেষ তারিখ ৭জুলাই। তাই যেসব পড়ুয়ারা এখনও আবেদন জানাননি, তাঁদের উদ্দেশ্যে আবেদনের শেষ তারিখ সম্পর্কে সচেতন করতে এবার কার্টুনকে হাতিয়ার করল উচ্চশিক্ষা দপ্তর। দুই বান্ধবীর কথোপকথনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে , ৭ জুলাই কেন্দ্রীয় ভর্তির পোর্টালে আবেদনের শেষ তারিখ। ভিডিওতে এক বান্ধবী অপর বান্ধবীকে জিজ্ঞেস করছে, “কী রে, কলেজে ভর্তির অ্যাপ্লাই করলি?” উত্তরে অপর বান্ধবী বলছে, “না রে, এখনও করিনি।” পাল্টা বান্ধবী জানিয়ে দিচ্ছে, “সে কি রে, আর বেশিদিন বাকি নেই। ৭ জুলাই লাস্ট ডেট।” দুই বান্ধবীর কথোপকথনের মাধ্যমে এটাও বোঝা যাচ্ছে আর কলেজ ভিত্তিক পোর্টালে নয়, একটিই পোর্টালে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।
চলতি বছর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ১৯ জুন আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ভর্তির পোর্টালের। সেদিনই ঘোষণা করা হয় ২৪ জুন থেকে স্নাতকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৪৬১টি কলেজের ৭ হাজার ২১৭টি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। কলেজ ও কোর্স মিলিয়ে রাজ্যে স্নাতক স্তরের মোট আসন সংখ্যা ৯ লক্ষ ৪৬ হাজার ৯২১। পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়েছে একটি টোলফ্রি নম্বরও।
আরও পড়ুন : তিন নয়া ফৌজদারি আইন চালুর প্রতিবাদে কলকাতা হাই কোর্টের শুনানি প্রক্রিয়া বয়কট করল তৃণমূলপন্থী আইনজীবীরা