ঋক পুরকায়স্থ, সাংবাদিক: আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল ডুরান্ড কাপের খেলার সূচি। আর এই দিনক্ষণ ঘোষনা হল ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার থেকে। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচ ও ৩১ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল যুবভারতী ক্রিড়াঙ্গনে। বিগত প্রায় পাঁচ বছর ধরে কলকাতাতেই অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড কাপ। ২০২৩ সালে আসামের কোকরাঝাড়ে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে এবছর শিলং ও জামশেদপুরেও ডুরান্ডের ম্য়াচ হবে। মোট ২৪ টি দল নিয়ে হবে এই প্রতিযোগিতা। লিগ ও নকআউট মিলিয়ে মোট ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দলগুলিকে মোট ৬টি গ্রুপে ভাগ করে এই ম্যাচ হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে।
গ্রুপ -A
ডাউনটাউন হিরোস
ইমামি ইস্ট বেঙ্গল এফসি
ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিম
মোহন বাগান সুপার জায়েন্ট
গ্রুপ – B
ব্যাঙ্গালুরু এফসি
ইন্ডিয়ান নেভি এফটি
ইন্টার কাশি এফসি
মহামেডান স্পোর্টিং ক্লাব
গ্রুপ – C
সিআইএসএফ প্রোটেক্টরস এফসি
কেরালা ব্লাস্টার্স এফসি
মুম্বাই সিটি এফসি
পাঞ্জাব এফসি
গ্রুপ – D
বাংলাদেশ আর্মি এফটি
চেন্নাইয়েন এফসি
ইন্ডিয়ান আর্মি এফটি
জামসেদপুর এফসি
গ্রুপ – E
বোডোল্যান্ড এফসি
বিএসএফ ফুটবল টিম
নর্থইস্ট ইউনাইটেড এফসি
ওডিশা এফসি
গ্রুপ – F
এফসি গোয়া
হায়দ্রাবাদ এফসি
শিলং লাজং এফসি
ত্রিভূবন আর্মি এফসি
প্রতিটি গ্রুপের প্রতিটি টিমের মোট ৩ টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে লিগ পর্বে। তবে প্রতিবারের মতো এবারেও ফুটবল প্রেমিদের কাছে মূল আকর্ষণের হল ইস্ট বেঙ্গলের সঙ্গে মোহন বাগানের ম্যাচ। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট সন্ধে ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে।
মোহন বাগান সুপার জায়েন্ট বনাম ডাউনটাউন হিরোস (২৭ জুলাই,সন্ধে ৬টা)
ইমামি ইস্ট বেঙ্গল এফসি বনাম ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিম (২৯ জুলাই, সন্ধে ৭টা)
ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিম বনাম ডাউনটাউন হিরোস (২ আগস্ট, সন্ধে ৭টা)
ইমামি ইস্ট বেঙ্গল এফসি বনাম ডাউনটাউন হিরোস (৭ আগস্ট, সন্ধে ৭টা)
মোহন বাগান সুপার জায়েন্ট বনাম ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিম (৮ আগস্ট, বিকেল ৪টা)
মোহন বাগান সুপার জায়েন্ট বনাম ইমামি ইস্ট বেঙ্গল এফসি (১৮ আগস্ট, সন্ধে ৭টা)
আরও পড়ুন : আজ থেকেই পাওয়া যাবে না মুরগির মাংস, বাড়তে পারে দামও!