ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক: গত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অশান্তি ঘটনা ঘটেই চলেছে শহর শহরাঞ্চলে। কোথাও গন ধোলাই, কোথাও বা গুলি চালানোর মতো ঘটনা। এদিন গুলি চালানোর ঘটনা নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আশঙ্কা প্রকাশ করে জানালেন আমিও পরিবার নিয়ে বাস করি। বার বার গুলি চালানোর ঘটনায় যে উদ্বেগ বাড়ছে তা মেয়রের কথাতেই স্পষ্ট।
লেক কালীবাড়ির পাশে গেস্ট হাউসে এবং টালিগঞ্জে সম্প্রতি গুলি চালানোর ঘটনা নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম (Hirhad Hakim) জানালেন, এই গুলি চালানোর ঘটনায় বাংলার মানুষের কোন যোগ নেই। শুধু তাই নয়, তিনি এও বলেন বিহার,ঝাড়খণ্ডের ছেলেরা বাংলায় এসে এই ধরনের অপরাধ করে পালিয়ে যাচ্ছে।
শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানালেন গত মঙ্গলবার বিয়ের প্রত্যাখ্যান হয়ে প্রেমিকাকে গুলি চালানোর ঘটনার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের উদ্দেশ্যে বলেন এত অস্ত্র আসছে কোথা থেকে। পুলিশ কেন ভিন রাজ্যের গাড়ি ভালো করে তাল্লাশি করছে না। এবার কি আমি (মমতা বন্দ্যোপাধ্যায়) (Mamata Banerjee) রাস্তায় বেরিয়ে খুঁজবো কার কাছে অস্ত্র আছে?
যদিও মেয়র ফিরহাদ হাকিম জানান, বাংলাকে অশান্ত করার যাঁরা চেষ্টা করছেন তারা ব্যর্থ হবেন। কারণ এরাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নাম খারাপ করার চেষ্টা চালানো হচ্ছে। তাতে সফল হবে না। এদিন মেয়রের মুখে ডাকাত সুবোধ সিংয়ের নামও শুনতে পাওয়া যায়। তিনি বলেন যারা অপরাধ করছে এবং অপরাধের সঙ্গে যুক্ত কেউই পার পাবে না। প্রশাসন তৎপর রয়েছে।
বাংলা ভাষা নিয়ে বার বার সোচ্চার হয়েছে বাংলা পক্ষ। বিভিন্ন সময়ে বাংলা পক্ষের অভিযোগ বাংলা ভাষার গুরুত্ব কমছে সর্বত্র। ভিন রাজ্যের ভাষাভাষী মানুষের ভিড় বাড়ছে বাংলায়। তবে মেয়রের মুখে উঠে এলো সেই ভিন রাজ্যের ভিন্ন ভাষার মানুষের কথা।
আরও পড়ুন : পুকুর ভরাটে নিষ্ক্রিয় থানা, লালবাজারে অভিযোগ কর্পোরেশনের