প্রবীর মুখার্জি, সাংবাদিকঃ এবারের রথযাত্রায় (Rath Yatra 2024) যাঁরা পুরীতে দর্শন করতে যাচ্ছেন, তাঁদের কাছে এক সুবর্ণ সুযোগ। অনেকেই আছেন ইচ্ছা থাকলেও জগন্নাথ দেবের রথের রশিতে টান দিতে পারেন না। কারণ, ভক্তদের ভিড় এতটাই বেশি হয়, যে বৃদ্ধ-বৃদ্ধারা সেখানে যাওয়ার সুযোগটুকু পান না। এবার তাদের সেই আশা পূর্ণ হতে চলেছে। কারণ এবার দুদিন ধরে রথে রশিতে টান দেওয়ার সুযোগ রয়েছে। ১৯৭১ সালে এমনটা হয়েছিল। ফের ৫৩ বছর পর ভক্তদের কাছে সেই সুযোগ এবছর।
সাধারণত, স্নানযাত্রার ১৫ দিন পর রথযাত্রা (Rath Yatra 2024)। এই সময়কালে প্রভূ জগন্নাথ দেব জ্বরে কাবু থাকেন। এবছর, সেই অনাসরা রীতি শেষ ১৩ দিনেই। ৬ই জুলাই শেষ হচ্ছে অনাসরা। এরপর নবযৌবন দর্শন, নেত্র উৎসব। এবছর রথযাত্রা ও নবযৌবন দর্শন নেত্র উৎসব পড়েছে একই দিনে। অর্থাৎ, ৭ই জুলাই। নবযৌবনের আগে পালিত হয় অঙ্গনমালা। যেখানে সিংহদুয়ারের বাইরে তিন দেব-দেবীকে নিয়ে আসা হয়।তবে এবছর, নেত্র উৎসবের সময় কম পড়েছে। একই সঙ্গে নবযৌবন দর্শনও আলাদা করে করা যাবে না।
৭ তারিখ দুপুরে তিন দেবতাকে পহণ্ডির জন্য নিয়ে আসা হবে। এরপর ছেঁড়া পহরা। সন্ধ্যায় রথের রশিতে টান পড়বে। কিন্তু, সামান্য পথ গিয়েই থেমে যাবে। পর দিন ৮ তারিখ মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ দেব। সেইদিন গুণ্ডিচা মন্দির পর্যন্ত যাবে নান্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন নামে যথাক্রমে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার রথ। অর্থাৎ একদিন নয়, শুধুমাত্র সোজা রথের দিনেই দুদিন ধরে রথের রশিতে টান দিয়ে পূণ্যার্জন করতে পারবেন ভক্তরা।
আরও পড়ুন : ৭ জুলাই উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির, মামলা খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট