উপনির্বাচনে জয়ী হওয়া দুই বিধায়কের শপথ জটিলতা এখনও অব্যাহত (Assembly Oath Controversy) এমতাবস্থায় ফের একবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) চিঠি দেওয়ার কথা জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandhyapadhay)।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মাস পেরিয়ে গেলেও এখন শপথ নেওয়া হলো না উপনির্বাচনে জয়ী হওয়া দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের। শপথ অনুষ্ঠান রাজভবনে হবে না বিধানসভায়, এই নিয়ে টানাপোড়েনের মধ্যে পড়ে দুই বিধায়কের শপথ নেওয়া এখনও বিশ বাঁও জলে। রাজ্যপালের অসহযোগিতার কারণে বিধায়ক হিসাবে সায়ন্তিকারা শপথ নিতে পারছেন না বলে ইতোমধ্যেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বেশ কয়েকদিন ধরে বিধানসভায় ধর্না অবস্থানে বসছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও রেয়াত হোসেন সরকার (Reyat Hossain Sarkar) ।
গত সপ্তাহে বুধবার বেলা বারোটা নাগাদ রাজভবনে দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানো হবে বলে জানানো হয়েছিল রাজভবনের পক্ষ থেকে। কিন্তু ওইদিন রাজভবনে না গিয়ে বিধানসভায় রাজ্যপালের জন্য অপেক্ষা করতে থাকেন সায়ন্তিকারা। হাতে প্ল্যাকার্ড ও সংবিধানের প্রতিলিপি নিয়ে বিধানসভার গাড়ি বারান্দার সিঁড়িতে বসে থাকেন তাঁরা। তারপরের দিন থেকে আবার বিধানসভায় বি আর অম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান করছেন ভগবানগোলা ও বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়ক। রাজভবনে না যাওয়া প্রসঙ্গে অবশ্য তাঁদের বক্তব্য, রাজভবন থেকে তাঁদের কাছে চিঠি এলেও সেখানে কে শপথ বাক্য পাঠ করাবেন তা লেখা ছিলো না। আর নতুন বিধায়ক হিসাবে তাঁরা বিধানসভাতেই শপথ নিতে বেশি আগ্রহী। এদিকে দুই বিধায়কের শপথ জটিলতা নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ফোনে কথা বলেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তণ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও। তবু এখনও তেমন কিছু না হওয়ায়, সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান তিনি ফের একবার রাজ্যপালকে চিঠি দেবেন।
তিনি বলেন, “দুই বিধায়ক চিঠি দিয়ে বিষয়টিতে (শপথ গ্রহণ) মধ্যস্থতা করতে আরজি জানিয়েছেন। তাই ফের একবার রাজ্যপালকে তিনি চিঠি দেবেন।” এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল ও সম্ভবতঃ বিষয়টি নিয়ে কিছুটা নরম মনোভাব নিতে চলেছেন। সেক্ষেত্রে এসপ্তাহের মধ্যেই হয়তো দুই বিধায়কের শপথ বাক্য পাঠ হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে শপথ পাঠ অনুষ্ঠান রাজভবনেই হবে না কি বিধানসভায়, সেটা অবশ্য রাজ্যপালের উপরেই নির্ভর করছে।
আরও পড়ুন : টি টোয়েন্টি ফাইনালে জিতলে কত টাকা লক্ষী লাভ।হারলেই বা কত পাবে !