সাংবাদিক : সুচারু মিত্র লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর সেই ধারা অব্যাহত রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনেও। আবারও শোচনীয় পরাজয় ঘটলো বিজেপির। নিজেদের তিনটি কেন্দ্র হারিয়ে ফেলল বিজেপি। রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ। তিনটি বিধানসভা কেন্দ্রেই পরাজয় ঘটলো বিজেপির। লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিধানসভা উপনির্বাচন থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করছিল বিজেপি, কিন্তু শেষ রক্ষা হল না। আবারও জয় জয়কার ঘাসফুলের। মানিকতলা কেন্দ্রে যেমন প্রায় ৬২ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন তৃণমূলের সুপ্তি পান্ডে।
অন্যদিকে, রায়গঞ্জের মত বিজেপির শক্ত গড়ে সেখানেও ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যানী। রানাঘাট দক্ষিণ, বাগদাতেও বড় ব্যবধানে জয় তৃণমূলের। সাংগঠনিক ব্যর্থতা ?…নাকি মানুষের কাছে পৌঁছতে পারছে না বিজেপি?.. পরাজয়ের কারণ নিয়ে নিশ্চয়ই কাঁটা ছেড়া হবে। কিন্তু আপাতত যথেষ্ট বিপাকে বঙ্গ বিজেপি। ১৭ তারিখে রয়েছে বিজেপির রাজ্য কার্য কর্ম সমিতির বৈঠক। তার আগে চার কেন্দ্রের ফলাফলে হতাশ বঙ্গ বিজেপি। তিনটি বিধানসভা আসনই হাতছাড়া হওয়ায় সংগঠন নিয়ে চিন্তার ভাঁজ নেতৃত্বের কপালে।
আরও পড়ুন : অনন্ত-রাধিকার এলাহি বিয়ে