পৌষালী উকিল, প্রতিনিধি : প্রশ্নের মুখে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। পাকিস্তানকে “না” ভারতীয় ক্রিকেট টিমের। ICC চ্যাম্পিয়নস ট্রফির তাহলে কী হবে ? কোথায় হবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ? কি বলছে বিসিসিআই ?
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বা মিনি বিশ্বকাপ হবে পাকিস্তানে। পাকভূমে নিরাপত্তা নিয়ে আগে থেকেই সমস্যা ছিল ভারতের। পাকিস্তান নৈব নৈব চ। পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড। আগেই তারা জানিয়েছিল, পাক মাটিতে মিনি বিশ্বকাপ খেলবে না। সেইমতোই বিসিসিআই সরকারিভাবে পাক বোর্ডকে সেই কথা জানিয়ে দিয়েছে।
ফলে আগামী আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারতের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে অন্য কোথাও ম্যাচ খেলতে চায় ভারতীয় দল। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন শ্রীলঙ্কা কিংবা দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে চায় ভারত। এ নিয়ে আইসিসিকে জানাবেন তাঁরা। বিসিসিআইয়ের সভাপতি রাজীব শুক্লাওও আগেই জানিয়েছেন, পাকিস্তানে দল পাঠানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানকে মান্যতা দিয়ে সেই সংক্রান্ত নির্দেশ মেনে চলবে বিসিসিআই।
গত বছরও এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেল অনুসরণ করা হয়েছিল। যেখানে ভারত তার সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছিল। ব্যাকআপ ভেন্যুর ওপর নির্ভর করে এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই হাইব্রিড মডেলই অনুসরণ করা হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে খসড়া ক্রীড়াসূচি আইসিসির কাছে পাঠিয়েছে তাতে ভারতের ম্যাচগুলি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু বিসিসিআই সূত্রে খবর, তারা নিরপেক্ষ স্থানের খেলার কথা বলেছে। পয়লা মার্চ, ২০২৫ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা।
কিন্তু সীমান্তে জঙ্গিদের কার্যকলাপ যেভাবে বেড়েই চলেছে, সেখানে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। আইসিসি এবার এ নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
আরও পড়ুন : Budget 2024: ২৩ জুলাই দেশের সাধারণ বাজেট।হতে পারে বড় ঘোষণা