উপনির্বাচনে জয়ী চার বিধায়কের শপথ পাঠ নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে লাইনে চলার পরামর্শ দিলেন তিনি।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সোমবার রাজ্য বিধানসভায় উপনির্বাচনের জয়ী ৪ বিধায়কের শপথ পাঠ অনুষ্ঠান ছিল। এই শপথ পাঠ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারজন বিধায়কের শপথ পাঠ হয়ে যাওয়ার পর অধ্যক্ষের অনুরোধে বিধানসভার অধিবেশন কক্ষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিধায়কদের শপথ পাঠ নিয়ে উদ্ভূত জটিলতার জন্য রাজভবনকে ও রাজ্যপাল কে দায়ী করে রাজ্যপালের প্রতি তীব্র আক্রমণ হানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন এর আগে দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করেও আপনি এই কাণ্ড করেছেন। সায়ন্তিকা জুন মাসের চার তারিখে জয়ের সার্টিফিকেট পেয়েছে। কিন্তু তারপরেও অতগুলো দিন আপনি ওই দুই বিধায়কের শপথ অনুষ্ঠান আটকে রেখেছিলেন। এবারেও চার বিধায়কের শপথ নিয়ে অযথা জটিলতা তৈরি করেছেন। এরপর এই রাজ্যপালকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বলব লাইনে চলুন, বেলাইনে চলার চেষ্টা করবেন না। আপনি সংবিধানের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। কিন্তু সংবিধান অনুযায়ী আপনি কোন রাজনৈতিক দলের প্রতি অনুগত হতে পারেন না। আপনি সংবিধান মেনে চলুন। আপনি চলেন না।” সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রেয়াত হোসেন সরকার অধিবেশনে অংশ নিলে তাদের ৫০০ টাকা করে দিন প্রতি জরিমানার কথা বলেছেন রাজ্যপাল। এই প্রসঙ্গ নিয়েও রাজ্যপালের প্রতি তীব্র শ্লেষ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনি ৫০০ টাকা করে পেনাল্টি করেছেন। এটাতো একটা ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন আছে ? আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন ? বলতে পারেন আমি ব্যবস্থা করে দেবো।”
আরও পড়ুন : জারি কোটা সংস্কার আন্দোলন, আচমকাই হ্যাক হাসিনার ওয়েবসাইট!