এবার নিজের ফোনে এক ক্লিকেই জেনে নিন আপনার বাড়ির চৌহদ্দির পরিবেশ কেমন। রাজ্যের পরিবেশ দফতর তৈরি করেছে এমন এক অ্যাপ যাতে নিজের ফোনেই পরিবেশ দূষণ সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন। জানিয়েছেন পরিবেশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানী।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- আপনার বাড়ির এলাকার পরিবেশ বসবাসের জন্য কতটা উপযুক্ত সেই তথ্য কি আপনি জানেন! জল দূষণ কতটা, বায়ু দূষণের মাত্রা কতটা, শব্দ দূষণ ই বা কতটা, এসব জানতে গেলে এতদিন বিভিন্ন বেসরকারি সংস্থার দেওয়া তথ্য বা সরকারের দেওয়া তথ্যের উপর নির্ভর করতে হতো। সেই তথ্যও একটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক পাওয়া যেতো। একেবারে নির্দিষ্ট করে আপনার নিজের বাড়ির চৌহদ্দির পরিবেশ কেমন, তা জানা সম্ভব ছিলো না। কিন্তু রাজ্যের পরিবেশ দফতর এমন এক অ্যাপ তৈরি করেছে যাতে আপনি আপনার বাড়ির ছাদে দাঁড়িয়েই জানতে পেরে যাবেন সেখানকার পরিবেশ বসবাসের জন্য ঠিক কতটা উপযুক্ত।
শুক্রবার রাজ্যের পরিবেশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানী বিধানসভায় নিজের কক্ষে বসে জানান, “মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এটা করতে পেরেছি। সারা দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে এখনও এইধরনের কোনো অ্যাপ তৈরি হয় নি। আমরাই প্রথম এটা করতে পেরেছি।” কিভাবে এই অ্যাপ কাজ করবে ? এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী বলেন, “এই অ্যাপ (পরিবেশ অ্যাপ) যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে তাহলে আপনি নিজের বাড়ির ছাদে দাঁড়িয়েই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আপনার বাড়ির এলাকায় পরিবেশ দূষণ কতটা। শব্দ দূষণ, বায়ু দূষণ বা জল দূষণ কতটা।” সেই সঙ্গে তিনি আরও জানান, “রাজ্যের সব বিধায়ক সহ সব দফতরকেই আমি এই অ্যাপ ডাউনলোড করার জন্য আবেদন করছি। এমনকি সাধারণ মানুষের কাছেও আবেদন করছি এই অ্যাপটা ডাউনলোড করুন।” এই অ্যাপ কন্ট্রোল হচ্ছে দফতরের অফিস থেকে। ফলে তারাও (পরিবেশ দফতর) হাতে গরম সব তথ্য হাতের কাছেই পেয়ে যাবেন বলে খবর। এমনকি নিজের এলাকায় যদি শব্দ,বায়ু বা জল দূষণের খবর আপনি পান তাহলে স্থানীয় থানাকেও সেই বিষয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন বলেই মত মন্ত্রী গোলাম রব্বানীর।
আরও পড়ুন : জল্পনার অবসান। নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়