সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra। গো মাংস (Beef) পাচারে তস্করদের সাহায্য করার জন্য বিশেষ ‘পাস’ ইস্যু করেছেন বনগাঁর সাংসদ। এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট মহুয়ার।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বিজেপির কাছে গরু একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। গো হত্যা, গরুর মাংস রাখা বা গরুর মাংস খাওয়া নিয়ে গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় প্রচুর সংঘর্ষের ঘটনার কথা সামনে এসেছে। এবিষয়ে উত্তর প্রদেশের একলাখের মৃত্যু নিয়ে সেই সময়ে যথেষ্ট জলঘোলা হয়েছিলো। গো ভক্ত যারা এই সব মারপিট বা হত্যার অভিযোগে অভিযুক্ত, বিজেপির প্রথম সারির অনেক নেতাই প্রকাশ্যে তাদের পাশে দাঁড়িয়েছে। এবার সেই বিজেপির সাংসদ তথা কেন্দ্রিয় মন্ত্রীর বিরুদ্ধেই সরাসরি গো মাংস পাচারের মত ঘৃণ্য বিষয়ে জড়িত থাকার অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফ কে ট্যাগ করে মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি পোষ্ট করেছেন। সেখানে তিনি একটি ফর্মের ছবি দিয়েছেন (এই ছবি সত্যতা ‘আর প্লাস’ যাচাই করে নি, শুধু মহুয়া মৈত্র-র পোষ্ট হিসাবে প্রতিবেদনে দেওয়া হয়েছে)। সেই সঙ্গে তিনি নাম না করেই লিখেছেন, কেন্দ্রিয় মন্ত্রী নিজের সরকারি লেটার হেডে ‘পাস’ হিসাবে একটি ফর্ম বানিয়েছেন, যা তিনি বিএসএফ (৮৫ ব্যাটেলিয়ন) কে দিয়েছেন যাতে ভারত বাংলাদেশ সীমান্তের তস্করদের জন্য তৈরি করা। এর মাধ্যমে গো মাংস পাচার করা হয়। এই ফর্মে তিন কেজি গরুর মাংস (বিফ্) এর উল্লেখ রয়েছে।
এই বিষয়ে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি। তিনি কোনো প্রতিক্রিয়া দিলে তা তৎক্ষণাৎ আপলোড করা হবে।
আরও পড়ুন : ৪৩-এ ক্যাপ্টেন কুল, ধোনির পা ছুঁলেন সাক্ষী