ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ২ জুলাই কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) প্রথম ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলতে নামার আগে সোমবার স্কোয়াড ডিক্লেয়ার করল মোহনবাগান (Mohun Bagan Super Giant) । ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর তিনটে নাগাদ তারা খেলবে তাদের প্রথম ম্যাচ ভবানীপুরের (Bhawanipore FC) বিরুদ্ধে।গোলকিপারে থাকছেন সায়েদ জাহিদ হোসেন, অভিষেক বালোয়ারি, নন্দন রায় এবং রাজা বর্মন।
ডিফেন্ডারে থাকছেন সুমিত রাঠি, দীপেন্দু বিশ্বাস, রাজ বাসফরে, আমনদীপ, সৌরভ ভান্বালা, লিওয়ান কাস্তানহা, ব্রিজেশ গিরি, সায়ন দাস, সরখাইবাম প্রীতম, চন্দন যাদব এবং রবি বাহাদুর রানা।
মিডফিল্ডারে থাকছেন অভিষেক সূর্যবংশী, নিঙ্গম্বা ইংসন সিং, শিবাজিত সিং লেইমাপোকপাম, থামসোল টংসিন, সাতগৌগুন কিপজেন, সন্দীপ মালিক, সাহিল কর, সের্টো ওর্নআইলেন কম, এমডি ফারদিন আলী মোল্লা।
উইঙ্গারে থাকছেন লইতংবাম তাইসন সিং, উত্তম হানসাদ, তপন হালদার, সালাহউদ্দিন আদনান কে এবং আকাশ সিং।
ফরওয়ার্ডে থাকছেন সুহেল আহমেদ ভাট, আদিল আবদুল্লা এবং ভিয়ান বিনয় মুর্গদ।
তবে আগামী সময়ে কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের ম্যাচের সময়সূচী হল:
২ জুলাই ভবানীপুর বনাম মোহনবাগান
৬ জুলাই রেনবো বনাম মোহনবাগান
১৩ জুলাই ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান
১৮ জুলাই পিয়ারলেস বনাম মোহনবাগান
২৩ জুলাই কলকাতা পুলিশ বনাম মোহনবাগান
আরও পড়ুন : দুই বিধায়কের শপথ জটিলতা। রাজ্যপালকে ফের চিঠি দিচ্ছেন অধ্যক্ষ