রিয়া দাস, প্রতিনিধি : ২২ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ও রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। ২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
মোরারজির রেকর্ড ভাঙল
তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট মঙ্গলবার পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। সেই সঙ্গে গড়তে চলেছেন টানা সাত বার বাজেট পড়ার নজির। পিছনে ফলতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে। যিনি নির্মলার মতোই উপর্যুপরি ছটি বাজেট বক্তৃতা দিয়েছেন। ২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হন নির্মলা। তারপর থেকে টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট ও লোকসভা নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তিনি।
শীর্ষে অবশ্য মোরারজি এখনও শীর্ষে
বাজেটের সংখ্যার দিক থেকে অবশ্য মোরারজি এখনও শীর্ষে। জওহরলাল নেহরু ও লালবাহাদুর শাস্ত্রীর প্রধানমন্ত্রিত্বের আমলে তিনি মোট ১০টি বাজেট পেশ করেছেন। ১৯৫৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম বাজেট পেশ করেন। আরও দুটি পূর্ণাঙ্গ বাজেট পেশের পরে ১৯৬২ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট বক্তৃতা দেন। ভোটের পরে পেশ করেন আরও দুটি পূর্ণাঙ্গ বাজেট। অর্থাত্, টানা ছটি। এরপরেও ১৯৬৭ সালে একটি অন্তর্বর্তী ও পরে টানা তিনটি পূর্ণাঙ্গ বাজেট পেশের অভিজ্ঞতা তাঁর। সংখ্যার নিরিখে দ্বিতীয় পি চিদম্বরম (৯)। ১৯৯৬-এর ১৯ মার্চ যুক্তফ্রন্ট সরকারের সময়ে তাঁর প্রথম বাজেট। তখন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। সেই সরকারের অধীনে আরও একটি বাজেট পেশ। ২০০৪ সালে ইউপিএ আমলে সময়ে ফের অর্থমন্ত্রীর পদে ফেরেন চিদম্বরম। ২০০৮ পর্যন্ত পেশ করেন পাঁচটি বাজেট। ২০১৩, ২০১৪ সালে আরও দুটি বাজেট পেশ করেন তিনি। তৃতীয় স্থানে থাকা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ঝুলিতে ছিল আটটি বাজেট পেশের অভিজ্ঞতা। ১৯৮২ থেকে তিনটি ও ২০০৯-২০১২ সালে টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন বাঙালি এই অর্থমন্ত্রী।
এবারের বাজেট অধিবেশনে ৬ টি বিল পাস হওয়ার কথা
এবারের বাজেট অধিবেশনে ৬টি বিল পাস হওয়ার কথা। পাশাপাশি জম্মু-কাশ্মীরের বাজেট নিয়েও আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যেই নিট কাণ্ড ঘটেছে, তারই সঙ্গে পরপর রেল দুর্ঘটনা ঘটেছে, রয়েছে মূল্যবৃদ্ধির মতো প্রসঙ্গও। এই ইস্যুগুলি নিয়ে অস্ত্রে শান দিয়েছে বিরোধীরা।
আগামী ৫ বছরে কোন পথে দিশা দেখাবে মোদী সরকার ?
কড় ছাড় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেবে তার দিকে তাকিয়ে গোটা দেশ। এবার অধিবেশন ১২ অগাস্ট পর্যন্ত চলবে। বেশ কয়েকটি বিল এই অধিবেশনে পাশ করাবে মোদী সরকার। লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করতে পারেনি। তাই এবারের বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে অর্থনীতিবিদরা। বাজেটে সম্ভাব্য চমক নিয়ে জল্পনা চলছে।