ক্যাম্পাস ইন্টারভিউ-এ নজরকাড়া সাফল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ক্যাম্পাস ইন্টারভিউ-এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ৯০ শতাংশ চাকরী পেয়েছে বলে জানা গেছে।
নাজিয়া রহমান, সাংবাদিক : ক্যাম্পাস ইন্টারভিউ-এ নজরকাড়া সাফল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ক্যাম্পাস ইন্টারভিউ-এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ৯০ শতাংশ চাকরী পেয়েছে বলে জানা গেছে। কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি বিভাগ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন-সহ ‘কোর’ বিষয়গুলিতে পড়ুয়ারা ভালো ফল করেছে বলে সূত্রের খবর। জানা গেছে মেকানিক্যাল, কনস্ট্রাকশন এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ১০০ শতাংশ পড়ুয়াই চাকরি পেয়েছেন। ৯৫ শতাংশ বা তারও বেশি প্লেসমেন্ট হয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। তথ্যপ্রযুক্তি বিভাগের এক শিক্ষার্থী বিদেশে ভারতীয় মূদ্রায় বছরে ১ কোটি ৪০ লক্ষ টাকার প্যাকেজ পেয়েছেন।
এছাড়া দেশের মধ্যে সব থেকে বেশি বার্ষিক ৫৭ লক্ষ টাকার প্যাকেজ পেয়েছেন চার জন। তাঁরা হলেন— কম্পিউটার সায়েন্স বিভাগের অরিত্র দত্ত, দেবধৃতি রায়,সায়ন আচার্য এবং তথ্যপ্রযুক্তি বিভাগের অরিন্দম দে। পাশসপাশি ভূতত্ত্ব বিভাগ থেকে প্লেসমেন্ট হয়েছে ৮০ শতাংশ। গত বছরের থেকে কিছুটা কম। গত বছর এই বিভাগে প্লেসমেন্ট পাওয়া পড়ুয়ার সংখ্যা ছিল ৯৩ শতাংশ। গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগস্ট মাসে এক ছাত্র মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের তত্ত্ব উঠে আসে। যা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পস ও হস্টেলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে জনমানসে চূড়ান্ত বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তার পরেও ক্যাম্পাস ইন্টারভিউ-এ শিক্ষার্থীদের সাফল্য প্রশংসনীয় বলে মত শিক্ষকমহলের একাংশের।
আরও পড়ুন : ভিনরাজ্যে অস্বাভাবিক মৃত্যু হুগলির ছাত্রের