সাংবাদিক : সুচারু মিত্র ভোট পরবর্তী হিংসায় (Post Poll Vaiolence 2024) ঘরছাড়াদেরকে নিয়ে হাইকোর্টের নির্দেশে রবিবার রাজ ভবনের সামনে চার ঘন্টার অবস্থান বিক্ষোভ করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) , আর সেখান থেকে বার্তা তৃণমূলকে হটাতে গেলে বাড়িতে থেকে বসে থাকলে চলবে না। আন্দোলনকে গণ আন্দোলনের জায়গায় নিয়ে যেতে হবে।
রবিবারের ধর্নায় শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী সহ তাপস রায় এবং আরও অন্যান্যরা। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচির ঘোষণা করলেন। লড়াই আন্দোলনের রাস্তায় থাকতে হবে বিজেপিকে সেই বার্তাই দিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা। ২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন বিজেপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। পশ্চিমবঙ্গের সব থানার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং ফিরাদ হাকিমের কুশ পুতুল দাহ করবে বিজেপি। সম্প্রতি ফিরাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে কলকাতার মেয়র, সেই ইশুকে সামনে রেখে বিজেপি ও আন্দোলন শুরু করেছে। এবার একুশে জুলাই এর দিনেই তৃণমূলের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। সেই সঙ্গে ২২ শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচি করবে বিজেপি। সিএসসি ঘেরাও অভিযান হবে বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাকে। সেখানে সিএসসির(CSC) বিরুদ্ধে সরব হবে বিজেপি। তার আগে অবশ্য ১৮ই জুলাই নন্দীগ্রামে একাধিক ইস্যুকে সামনে রেখে মিছিল করবেন শুভেন্দু অধিকারী। একটার পর একটা কর্মসূচির ঘোষণা করলেন তিনি ধর্না অবস্থানের মঞ্চ থেকেই।
আরও পড়ুন : আক্রান্ত ট্রাম্প, নিহত অভিযুক্ত বন্দুকবাজ