রিয়া দাস, নিজস্ব প্রতিনিধি ঃ লাল ঝড়ে রাজার দেশে ভেঙে পড়ল রক্ষণ। ব্রিটেনের ভোটে লেবার পার্টির সামনে ধরাশায়ী কনজারভেটিভরা। হার স্বীকার করে নিলেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক। 14 বছর পরে পালাবদলের পথে ব্রিটেন, ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি।
400-এর বেশি আসন পেয়ে বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ের স্টার্মার। 2022 সালের দীপালির সময় ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসে ইতিহাস তৈরি করেছিলেন।
তবে বিগত 20 মাসে তাঁর কাজকর্মে ব্রিটিশ ভোটাররা সেভাবে সন্তুষ্ট নন বলেই উঠে এসেছিল বিভিন্ন সমীক্ষা ও রিপোর্টে।
ফলপ্রকাশের আগেই হার স্বীকার ঋষি সুনকের
ফলপ্রকাশের আগেই ঋষি সুনক বলেন,
আমি দুঃখিত, এই নির্বাচনে জিতে গিয়েছে লেবাররাই
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলা কিয়ের স্টার্মারকে অভিনন্দনও জানান তিনি
—-ঋষি সুনক
জয়ের পর স্টার্মারের উচ্ছ্বাস
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ভোটের মাঠে দলটির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক কিয়ের স্টার্মার। তিনিই হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় স্টার্মার বলেন,
“আমরা পেরেছি, আপনাদের ভোট লড়াই
ও কঠোর পরিশ্রমের জন্যই আমরা আজ
এ পর্যায়ে আসতে পেরেছি, আমি সত্যিই অভিভূত’
—কিয়ের স্টার্মার
সুনককে ব্যঙ্গ নির্দল প্রার্থীর
পরাজিত কনজারভেটিভ প্রার্থী ঋষি সুনককে ট্রোল করলেন নির্দল প্রার্থী নিকো ওমিলানা। ইংরেজির এল অক্ষর লেখা কাগজ দেখিয়ে ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনককে ট্রোল করলেন তিনি।
রিচমন্ড ও নর্থ অ্যর্লারটনে জয়ের পরে সুনকের বক্তৃতার সময় নির্দল প্রার্থী নিকো ওমিলানা একটি কাগজে ইংরেজির এল অক্ষর দেখিয়ে তাঁকে ব্যঙ্গ করেন।
জনসংখ্যা 6.7 কোটি
2010 সাল থেকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি
মোট আসন
হাউস অফ কমন্স 650
সংখ্যাগরিষ্ঠতা 326
জয়ী দলের প্রধানকে প্রধানমন্ত্রী নিয়োগ করে রাজপরিবার
কোথায় কত আসন
ইংল্যান্ড 543
স্কটল্যান্ড 57
ওয়েলস 32
নর্দার্ন আয়ারল্যান্ড 18
প্রধান দল ও নেতা
কনজারভেটিভ পার্টি ঋষি সুনক
লেবার পার্টি কিয়ের স্টার্মার
রিফর্ম ইউকে নাইজেল ফারাজ
লিবারাল ডেমোক্র্যাট এড ডেভি
স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) জন সুইনি
2019-এর ফল
কনজারভেটিভ 365
লেবার 203
এসএনপি 48
লিবারাল ডেমোক্র্যাট 11
রির্ফম ইউকে 1
অন্যান্য 22
কিয়ের স্টার্মারের ঘুরে দাঁড়ানোর পালা। 14 বছর পর সুদে আসলে উসুল করলেন 2010 সালের প্রতিশোধ। মাঝের সময় সযত্নে সাজিয়েছিলেন নিজের এজেন্ডা। মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো লড়াইয়ের ইতি টেনে এবার এলেন স্টার্মার।
আরও পড়ুন : রাজ্যপালের কথা মানলো না বিধানসভা। অধ্যক্ষই শপথ পাঠ করালেন