দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা কাটলেও বিতর্ক কমলো না, বরং বাড়লো। আর সেই বিতর্কের মধ্যেই রাজ্যপাল কে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন আমাকে অপসারনের কোনো ক্ষমতা নেই রাজ্যপালের।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ বাক্য পাঠ করলেন উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক। ভাবা গিয়েছিল এই শপথ জটিলতার অবসান হল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের একটি পোস্ট বুঝিয়ে দিল জটিলতার অবসান হলেও বিতর্কে এখনই ইতি পড়ছে না।
সোশ্যাল মিডিয়ায় রাজ্যপাল যা পোস্ট করেছেন তার মর্মার্থ হল, সাংবিধানিক আইন মেনে এই শপথ অনুষ্ঠিত হয় নি। বিধানসভার অধ্যক্ষ (বিমান বন্দ্যোপাধ্যায়) একটি রীতির কথা বলেছেন। কিন্তু রীতি সংবিধানিক আইনের ঊর্ধ্বে হতে পারে না।
রাজ্যপালের করা এই পোস্ট নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “রাজ্যপালের সোশ্যাল মিডিয়ার পোস্ট কে আমি গুরুত্ব দিতে নারাজ।” তিনি আরো বলেন, “রাজ্যপাল যদি এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়ে থাকেন তাহলে আমি খুশি। আমি তো আগেই রাষ্ট্রপতিকে বিষয়টি জানিয়েছি।” এর পরেই বিস্ফোরক মন্তব্য করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি যা করেছি বিধানসভার আইন মেনেই করেছি। আমাকে অপসারণ করার কোন ক্ষমতা রাজ্যপালের নেই।” অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে যে উপনির্বাচনের জয়ী হওয়া দুই বিধায়কের শপথ পাঠ নিয়ে আর পিছনে ফিরে তাকাতে রাজি নয় রাজ্য বিধানসভা।।
আরও পড়ুন : লাল ঝড়ে রাজার দেশে ভেঙে পড়ল রক্ষণ