রক্ষণাবেক্ষণ বা দেখভালের অভাবে অনেক সময়েই তৈরির বছর দুয়েকের মধ্যেই খারাপ হয়ে যায় রাস্তা। বিশেষ করে গ্রামীণ এলাকার রাস্তা। এবার সেইসব রাস্তা দেখভাল করার জন্য আলাদা করে একটি ‘সেল’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পঞ্চায়েত দফতর।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে প্রায় প্রতিটা প্রশাসনিক বৈঠকে খারাপ রাস্তা বা সেতু নিয়ে তোপ দাগেন প্রশাসনিক কর্তাদের উপর। সে রাস্তা বা সেতু পঞ্চায়েত দফতর করুক বা পূর্ত দফতর। মুখ্যমন্ত্রী এটাও বার বার করে বলেছেন যে, যে কন্ট্রাক্টর রাস্তা বা সেতু তৈরির বরাত পাবে, সেই রাস্তা বা সেতু রক্ষণাবেক্ষণ এর দায়ভার ও তাদের(কন্ট্রাক্টর সংস্থা) নিতে হবে। ক্ষেত্র বিশেষে এই দায়ভার তিন থেকে পাঁচ বছর বহন করতে হবে। এরমধ্যে রাস্তা বা সেতু খারাপ হলে তা সেই কন্ট্রাক্টরকেই নিজের খরচায় সারিয়ে দিতে হবে। এরজন্য সরকার এক টাকাও অতিরিক্ত দেবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এমন ব্যবস্থা চালু করেছে রাজ্য পূর্ত দফতর।
গত সপ্তাহে নবান্ন সভাঘরের বৈঠকে এই বিষয়ে পূর্ত দফতরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দফতরের সচিব। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিলো রাস্তা,সেতু ঠিকভাবে দেখভাল ও হয় না। এবার মুখ্যমন্ত্রীর মনোভাব বুঝে পঞ্চায়েত দফতর একটি ‘সেল'(Cell) তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
পঞ্চায়েত দফতর সূত্রে খবর, রাস্তা ও সেতু দেখভালের জন্য একটি মেইনটেনেন্স সেল (Maintenance Cell) গঠন করা হয়েছে যে সেল এর মাথায় রাখা হয়েছে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কে। এই সেল নিয়ম করে পঞ্চায়েত দফতরের রাস্তা বা সেতু দেখভাল করবে এবং যেখানে যেমন প্রয়োজন হবে, সেখানে তৎক্ষণাৎ সারাবার ব্যবস্থা করবে বা বিষয়টি দফতরের নজরে আনবে।
এই বিষয়ে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাস্তা তৈরি করার পর আমাদের দফতরের কর্মীরাই মাঝে সাঝে দেখভালের কাজটা করেন। কিন্তু সেই কাজটাই আরো সুচারু ভাবে করবার জন্যই এই সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরো বলেন, “কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েত দফতরে এই ধরনের একটি সেল থাকলেও, জেলায় জেলায় আলাদা করে জেলাভিত্তিক মেইনটেনেন্স সেল গঠন করা হবে। তবে বড় বড় জেলাগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা সেল থাকলেও ছোট জেলাগুলোর ক্ষেত্রে দুটি বা তিনটি জেলাকে নিয়ে একটি সেল গঠন করা হবে।”
পঞ্চায়েত দফতর সূত্রে আরও খবর, গত দুই বছরে বাংলা সড়ক যোজনায় শুধু পঞ্চায়েত দফতর প্রায় ৩০ হাজার কিঃমিঃ রাস্তা তৈরি করেছে। সেই সমস্ত রাস্তা দেখভাল করবে এই সেল। পাশাপাশি সারা রাজ্যে পঞ্চায়েত দফতরের মোট কত কিঃমিঃ রাস্তা আছে বা মোট কতগুলো সেতু আছে, সেগুলো নিয়ে একটি সার্ভে করার পাশাপাশি পুরোটাই ম্যাপিং করা হবে। যাতে এক ক্লিকেই পঞ্চায়েত দফতর যে কোনো রাস্তা বা সেতু সম্পর্কে তথ্য হাতের কাছে পেতে পারে।
আরও পড়ুন : পুলিশ-সিভিকের হাতে মার খাচ্ছেন রোগী! ভাইরাল ভিডিও