বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ফ্ল্যাটের চাবি চাইলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চ্যাটার্জি। মেয়ের চাকরি নিয়ে ও ফ্ল্যাট নিয়ে মিথ্যা কথা বলেছেন বিরোধী দলনেতা। এই অভিযোগে বুধবার বিধানসভার লবিতে হঠাৎ করেই বিরোধী দলনেতার দিকে তেড়ে যান তপন চ্যাটার্জি।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- নজিরবিহীন দৃশ্য দেখলো রাজ্য বিধানসভার সদস্যরা। বুধবার অধিবেশনের বিরতি চলাকালীন বিধানসভার লবিতে হঠাৎ করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যান পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। তিনি চিৎকার করে বিরোধী দল নেতাকে বলতে থাকেন, আমার ফ্ল্যাট কোথায় আছে ? আমার ফ্ল্যাটের চাবি দিন। কে আমার মেয়ের চাকরি করিয়েছে ? আপনি বলুন। দু’জনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এই সময় শুভেন্দু অধিকারী কে বলতে শোনা যায়, দেখুন কি করছে। নিজের দলের বিধায়কদের তিনি বলেন সবাই ছবি তুলুন। পরে বিরোধী দলনেতা জানান, তিনি এই বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানাবেন।
এই বিষয় নিয়ে পূর্বস্থলীর বিধায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত ৭ মে আমার এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে আমার ও আমার মেয়ের নামে মিথ্যা অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন আমার নাকি কলকাতায় দুটো ফ্ল্যাট রয়েছে। আমার মেয়ের নাকি অসদুপায়ে চাকরি হয়েছে। আমি ইতিমধ্যেই স্থানীয় (পূর্বস্থলী) থানায় অভিযোগ জানিয়েছি। আমি অধ্যক্ষের কাছেও বিষয়টি আবার জানাবো। বিরোধী দলনেতা যে মিথ্যা অভিযোগ করেছিলেন আমি তার প্রতিবাদ করছি। আজকের ঘটনা নিয়ে তিনি (তপন চ্যাটার্জি) বলেন, আমি ওনাকে (বিরোধী দলনেতা) কোনো শারীরিক নিগ্রহ করি নি। আমি শুধু আমার ফ্ল্যাটের চাবি চেয়েছি যে ফ্ল্যাটের কথা উনি ভোটের প্রচারে আমার ওখানে গিয়ে বলেছিলেন। উনি আমার তো বটেই আমার মেয়েরও সম্মানহানি করেছেন।
এই বিষয় নিয়ে অধ্যক্ষ বিধানসভার অধিবেশন কক্ষে জানান, “মাননীয় বিরোধী দলনেতা আমাকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। যার বিরুদ্ধে অভিযোগ সেই সদস্যও আমার সঙ্গে দেখা করে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন। আমি অবশ্যই এই বিষয়টি (বিরোধী দলনেতা কে হেনস্থার অভিযোগ) নিয়ে তদন্ত করে আমার সিদ্ধান্ত জানাবো।
আরও পড়ুন : হলং বন বাংলো ফিরছেই। কিন্তু কবে, পুজোর আগেই কি ?