হুঁশিয়ারিই সত্যি হল। সোমবার সকাল থেকেই স্তব্ধ টলিউড। পরিচালকদের ধর্মঘটের জেরে বন্ধ শুটিং। এমতাবস্থায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসলেন পরিচালকরা। বৈঠকে বসবেন টেকনশিয়ানরাও। জট কাটবে? চলছে জল্পনা
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সকাল থেকেই টলিপাড়া জুড়ে অন্য ছবি। নেই কোন ব্যস্ততা, নেই গাড়ির আনাগোনা। ব্যস্ততা নেই মেকআপ আর্টিস্টদের, শোনা যাচ্ছে না লাইট ক্যামেরা অ্যাকশন! কারণ কোন স্টুডিওতেই হচ্ছে না শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ডের জটিলতা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বন্ধ রয়েছে শুটিং
কিন্তু শুটিং বন্ধ হলে আদতে ক্ষতি সকলেরই। পিছিয়ে যাবে টলিউড ইন্ডাস্ট্রি যা কখনই কাম্য নয় আর তাই এই জটিলতা কাটাতে এবার বুম্বাদার বাড়িতে বৈঠক করছেন পরিচালকরা।
ডিরেক্টর্স গিল্ড শুক্রবারই রাহুল মুখোপাধ্যায়ের উপর জারি হওয়া তিন মাসের সাসপেনশন তুলে নিয়েছিল। কিন্তু টেকনিশিয়ানরা অনড় যে, তারা রাহুলের সঙ্গে কাজ করবেন না। শনিবার রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিয়োয় ছিল। ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশলীরা সেই শুটিংয়ে উপস্থিত হননি। ফলে শুটিং হয়নি। এবং ওখানে উপস্থিত পরিচালক, অভিনয়শিল্পী সকলে অপমানিত হন এর জেরে। সেদিন একজোট হয়ে পরিচালকরা বলেছিলেন পালটা যদি তারা পেনডাউন করেন তাহলে কিন্তু অচল হবে টলিউড আর এদিন সেটাই হয়েছে
রবিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর্স গিল্ড জানায় “অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামী কাল ২৯ জুলাই থেকে যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়”।
আরও পড়ুন : ব্যতিক্রমী আয়ুষ। ইউএসএ-এর দেড় কোটি টাকার প্য়াকেজের চাকরি ছাড়লেন আয়ুষ