সহেলী দত্ত,নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতের দিল্লির উদ্দেশে রওনা দেন। তবে শেখ হাসিনার নতুন ঠিকানা কী হবে তা নিয়ে চলছে জল্পনা। সূত্রের খবর, শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের একজন নাগরিক।
যুক্তরাজ্যের হোম অফিস সূত্রে খবর, ব্রিটিশ অভিবাসন নীতি যুক্তরাজ্যের বাইরের লোকেদর আশ্রয় বা অস্থায়ী আশ্রয় দাবি করার অনুমতি দেয় না। তারা পরামর্শ দিয়েছে, আশ্রয়প্রার্থী নিরাপদে প্রথমে যে দেশে পৌঁছায়, সেখানে আবেদন করা উচিত। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। তিনি ভিডিও বার্তার মাধ্যমে জানান, বাংলাদেশে একটি বিশৃঙ্খল অবস্থা চলছে। আওয়ামী লিগের অনেককেই হত্যা করা হয়েছে। তবে আওয়ামী লিগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লিগ সবথেকে বড় গণতান্ত্রিক দল বাংলাদেশের। আওয়ামী লিগের নেতা কর্মীদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সেই সব দেখা ও শোনার পরই ফের দেশের হাল ধরার কথা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি আওয়ামী লিগের উদ্দেশে বলেন, আপনারা একা নয়, আমরা আছি আওয়ামী লিগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করা হবে। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ প্রয়োজন। শেখ হাসিনা এখনও বেঁচে আছেন। বাংলাদেশে আওয়ামীলিগ ছাড়া কোনও নির্বাচনও সম্ভব নয়। শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী রয়েছেন। দাবি হাসিনা পুত্রের। তবে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা ইস্তফা দিয়েছিলেন, দাবি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানের। পাঁচদিনের মাথায় সেই দাবি খারিজ করেন আওয়ামী লিগের সভানেত্রীর পুত্র।
বৃহস্পতিবার নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫ উপদেষ্টার এই সরকারের অধীনে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যে তাঁদের মধ্যে মন্ত্রক বন্টনও করা হয়েছে। সেই নির্বাচনে সময় দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার একথা জানালেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়।