রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ ভাল নেই অরিজিৎ সিং। আর সেই কারণে না চাইতেও কিছু বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। তবে সেই সিদ্ধান্তে খুশি নন তিনিও। বৃহস্পতিবার গভীর রাতে দুঃসংবাদ দিলেন তিনি নিজেই। ভক্তদের কাছে চাইলেন ক্ষমাও। মেডিক্যাল এমের্জেন্সির কারণে সব কনসার্ট স্বগিত।
অগাস্টের সমস্ত কনসার্ট স্থগিত
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিত্ সিং জানিয়েছেন, ‘’তাঁর শরীর বিশেষ ভালো যাচ্ছে না। চিকিত্সা চলছে। তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা অগাস্ট মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাঁকে। আমি জানি আপনারা শো-র জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সবাইকে নিরাশ করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপানদের ভালোবাসাই আমি শক্তি। আমারা এই অবস্থা বোঝার জন্য ধন্যবাদ। একইসঙ্গে জানাচ্ছি ভালবাসাও। তাঁর আরও সংযোগ, এই থমকে যাওয়াটাকে একটি প্রতিজ্ঞায় পরিণত করি, যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হয়ে উঠবে।নিরাশায় ফেললেন না ভক্তদের। তাই ভক্তরা যাতে নিরাশ না হয় তার জন্য অরিজিৎ সেপ্টেম্বরে গানের কনসার্টের নতুন তালিকা সামনে আনেন।
চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বরে কোথায় কোন তারিখে রয়েছে গানের অনুষ্ঠান :
১৫ সেপ্টেম্বর- লন্ডন
১৬ সেপ্টেম্বর- বার্মিংহাম
১৯ সেপ্টেম্বর- রোটারডাম
২২ সেপ্টেম্বর- ম্যাঞ্চেস্টার
এখন যাঁরা ১১ অগাস্টের টিকিট কেটে ছিলেন তাঁদের কি আবার টিকিট কাটতে হবে অরিজিত্ সিংয়ের শো দেখার জন্য ?
সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন গায়ক, তিনি জানিয়েছেন, যাঁরা এই শোয়ের জন্য টিকিট কেটেছেন, তাঁদের চিন্তার কিছু নেই। সেপ্টেম্বরে যে শো হতে চলেছে এখনকার কেনা টিকিটেই প্রবেশ করতে পারবেন গানপ্রেমীরা।
এই পোস্ট দেখেই উদ্বিগ্ন ভক্তরা। যদিও তাঁর অসু্স্থতা ঠিক কী ? তা অবশ্য প্রকাশ করেননি গায়ক। তবে এই পরিস্থিতি থেকে গায়ক অরিজিত্ সিং বেরিয়ে আসুক, সেই কামনা করতে দেখা গিয়েছে নে়টিজেনদের। বলিউডের প্রথম সারির গায়ক হলেও বরাবরই তিনি মাটির সঙ্গে মিশে থাকেন। মুর্শিদাবাদের বাড়িতেই থাকেন অধিকাংশ সময়। তাঁর কোনও অহঙ্কার নেই। লাইমলাইট তাঁর একেবারেই পছন্দ নয়। নিজস্ব বৃত্তের মধ্যেই থাকতে ভালোবাসেন এই গায়ক।