পৌষালী উকিল, নিজস্ব প্রতিনিধিঃ ২৪ অগাস্ট কেন্দ্রের এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমকে চিরতরে বিদায় জানায় কেন্দ্রীয় মন্ত্রিসভা। বদলে নিয়ে আসে নতুন পেনশন প্রকল্প। যার নাম ইউপিএস বা ইউনিফায়েড পেনশন স্কিম। যা ২০২৫ সালের পয়লা এপ্রিল থেকে লাগু হতে চলেছে। এতদিন দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ‘ন্যাশনাল পেনশন স্কিম’ (এনপিএস) চালু ছিল। তারও আগে ছিল ‘ওল্ড পেনশন স্কিম (ওপিএস)’।
ইউপিএসের অবতারণা কেন?
কিন্তু আচমকা ইউপিএস নামাঙ্কিত এই নয়া প্রকল্পের অবতারণা কেন? গত ১-২ বছরে এনপিএস নিয়ে প্রচুর মতানৈক্য তৈরি হয়েছে। বিরোধী শিবিরের তরফে কেন্দ্রের আনা এই স্কিমের বিরুদ্ধাচারণ করে বলা হয়, এর ফলে সুবিধা তো দূর, বরং অনেক ক্ষতিই হচ্ছে চাকুরিজীবীদের। এই প্রকল্পে সরকারি কর্মীদের পেনশনের কোনও নিশ্চয়তা থাকছে না বলে সরব হয়েছিল একাধিক শ্রমিক সংগঠন। তাই কেন্দ্রীয় সরকারের উচিত এই প্রকল্প বন্ধ করে দেওয়া।
এনপিএস-ওপিএস রিভার্স
ফলস্বরূপ, হিমাচলপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলির ওপর থেকে এনপিএস সরিয়ে ওপিএস চালু করা হয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু রাজ্য যেমন, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিন আসন্ন হওয়ার ফলেই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র।
কেউ ওয়েলকাম কেউ বদনাম
এ বার পেনশনভোগীদের দাবিতেই সিলমোহর দিয়ে আবার নতুন পেনশন প্রকল্প চালুর ঘোষণা করল কেন্দ্র। ইউপিএস চালু করার পরে অনেক শ্রমিক সংগঠন তাকে স্বাগত জানিয়েছে। আবার কেউ কেউ ইউপিএস খারিজ করে পুরনো পেনশন প্রকল্পই ফেরানোর দাবি তুলেছে। তবে, সরকারি কর্মীরা এনপিএস বা ইউপিএস— যে কোনও একটি প্রকল্প বেছে নিতে পারবেন।
ওপিএসে মাস গেলে কত পেনশন পাবেন ?
অ্যাসিওরড পেনশন
কেন্দ্রের দাবি, এই ইউপিএস চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা অবসরের পর
• নিশ্চিত এবং অপরিবর্তনীয় পেনশন পাবেন
• যা আগের প্রকল্প এনপিএসে ছিল না
• অবসরের সময় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন পাবেন
• এর সঙ্গে আবার যোগ হবে ডিয়ারনেস রিলিফ
• ফলে টাকার অঙ্ক আরও কিছুটা বাড়বে
• তবে কর্মচারিকে অবশ্যই কমপক্ষে ২৫ বছর শ্রমদান করতে হবে
অ্যাসিওরড মিনিমাম পেনশন
• কর্মচারি নূন্যতম ১০ বছর শ্রমদান করলেও এই পেনশন পাবেন
• সেক্ষেত্রে পেনশন অ্যামাউন্ট কমে প্রতিমাসে ১০ হাজার টাকা হবে
অ্যাসিওরড ফ্যামিলি পেনশন
• অবসর ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবার পেনশনের ৬০ শতাংশ পাবেন
ইনফ্লেশন ইনডেক্সেশন
• দেশে মুদ্রাস্ফীতি হওয়ার সঙ্গেই পেনশনের অ্যামাউন্টও বাড়তে থাকবে
ইউপিএস শুরু হলে কাদের কী সুবিধা?
• ২০২৫-র ১ এপ্রিল থেকে চালু হবে ইউপিএস। যা হলে প্রথম বছরেই কেন্দ্রের অতিরিক্ত ৬ হাজার ২৫০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী বৈষ্ণব। সরকারের দাবি, এতে উপকৃত হবেন ২৩ লক্ষ কর্মচারী। তবে আগামীদিনে রাজ্যগুলি এই স্কিম চালু করলে ওই সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইউপিএসের জন্য কর্মচারীদের অবদান ১০ শতাংশ রাখা হয়েছে।
• যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২০০৪-র পর কাজে যোগ দিয়েছেন বা অবসর নিয়েছেন বা ২০২৫-র ১ এপ্রিলের মধ্যে অবসর নেবেন, তাঁরা ইউপিএস স্কিমের সুবিধা নিতে পারবেন।
• ইউপিএস স্কিমে মহার্ঘ ভাতার সুবিধা রয়েছে। যে হারে ওই ভাতা পাওয়া যায় সেই একই হারে ডিয়ারনেস রিলিফ দেবে সরকার।
• বাড়তে থাকা মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে যাতে জীবনযাত্রা বজায় রাখা যায়, সেজন্য অ্যাশিওর্ড পেনশন, অ্যাশিওর্ড ফ্যামিলি পেনশনে ইনফ্লেশন ইনডেক্সেশনের সুবিধাও ইউপিএস স্কিমে রাখা হয়েছে।
দাঁড়িপাল্লায় ওপিএস-এনপিএস-ইউপিএস
• ইউপিএস ও ওপিএস-র সুবিধা পেয়ে থাকেন শুধু মাত্র সরকারি কর্মচারীরাই। অন্যদিকে সরকারি ও বেসরকারি দু’ধরনের কর্মীরাই এনপিএসে লগ্নি করতে পারেন।
• ওপিএসে বেতন থেকে কোনও টাকা কাটা হয় না। তবে এনপিএস ও ইউপিএসে গ্রাহককে দিতে হবে বেতনের ১০ শতাংশ (বেসিক পে + ডিএ)। শেষেরটির ক্ষেত্রে সরকার ওই তহবিলে দেবে ১৮.৫ শতাংশ টাকা।
• ওপিএসে জেনারেল পিএফের সুবিধা পাবেন গ্রাহক। এনপিএসে এই অপশন নেই। ইউপিএসের ক্ষেত্রে অবসর গ্রহণের পর একক পরিমাণ টাকা পাবেন ওই সরকারি কর্মী।
• এনপিএস স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্ত। ফলে এটিতে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তবে বাকি দুই প্রকল্পে মিলবে নিশ্চিত রিটার্ন।
• ইউপিএস ও ওপিএসে ক্ষেত্রে অবসরের পর নির্দিষ্ট পেনশন পাবেন গ্রাহক। এনপিএসের ক্ষেত্রে সুনির্দিষ্ট পেনশনের কোনও গ্যারান্টি নেই।
• ওপিএসে ৬ মাস পরে পাওয়া মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্তকে দেওয়া হবে। ইউপিএসে মূদ্রাস্ফীতির উপর ভিত্তি করে মিলবে ডিয়ারনেস রিলিফ। এনপিএসে এর কোনটাই পাওয়ার সুযোগ নেই।
তবে ওপিএস, এনপিএস, ইউপিএস-এই তিনটের মধ্যে কোন স্কিমটা বেছে নেওয়া লাভজনক, কোনটায় অবসরের পর হাতে আসবে বেশি টাকা, তা নিয়েই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।