সহেলি দত্ত, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার আরও তিনটি মামলা দায়ের হয়েছে। ৫ অগাস্ট তিনি দেশ ছাড়ার পর ১৩ দিনে মোট ১০ টি মামলা দায়ের হয়েছে হাসিনার বিরুদ্ধে। একটি বাদে বাকি সবকটি মামলাতেই খুনের অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের বিরোধী দলনেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন। ২০১৩ সালের শাপলা চত্বরে ইসলামি কর্মীদের উপর নির্বিচারে গুলি চালান হয় বলে অভিযোগ। সেই ঘটনার পর জমায়েতে থাকা অনেকেরই সন্ধান মেলেনি। যদি অভিযোগ অস্বীকার করেছিলেন সরকার পক্ষ। প্রতিটি মামলাতেই আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের এবং একাধিক সাংসদের নাম রয়েছে।
তবে বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করালে তাঁর বাকি জীবন জেলেই কাটতে পারে। তবে সবই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতির উপর। দেশের হিংসাত্মক পরিস্থিতির জন্য বাংলাদেশের হাতে কখনই শেখ হাসিনাকে তুলে দেবে না ভারত। একাধিক দেশ এই ব্যাপারে সহমত হবে বলে মনে করা হচ্ছে। কারণ প্রাণ সংশয় রয়েছে জানা সত্ত্বেও কাউকে দেশে পাঠানো আন্তর্জাতিক মানবধিকার সনদের পরিপন্থী।