নাজিয়া রহমান সাংবাদিক : ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাছে চাঁদ। পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত একমাত্র উপগ্রহ এটি।কিন্তু, কেন দূরে সরে যাচ্ছে চাঁদ? বিজ্ঞানীদের বক্তব্য, প্রতিবছর গড়ে ৩.৮ সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে চাঁদ। ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে হতে পারে ২৪এর বদলে ২৫ ঘণ্টা! আমেরিকার উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, চাঁদ দূরে সরাই পৃথিবী নিজের অক্ষরেখায় ধীরে ধীরে ঘুরবে। কিন্তু তার সঙ্গে বাড়বে দিন-রাতের সময়।উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির ভূ-বিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মায়ার্স জানিয়েছেন, পৃথিবী ও চাঁদের মধ্যে মহাকর্ষীয় বলের কারণেই দূরে সরে যাচ্ছে একমাত্র উপগ্রহ।
জানা গিয়েছে, অভিকর্ষ, মাধ্যাকর্ষণ শক্তির পাশাপাশি পৃথিবী ও মহাকাশের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে দেখছেন বিজ্ঞানীরা। খতিয়ে দেখা হচ্ছে ঐতিহাসিক ও ভূতাত্ত্বিক গঠন সংক্রান্ত তথ্যও। একই সঙ্গে চাঁদের গতিবিধি, পৃথিবীর কক্ষপথ ও অক্ষের ঘূর্ণনের হিসেব-নিকেশ কষে এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা, যে চাঁদ ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীদের এটাও বক্তব্য, চাঁদ দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী অনেকটা ঘূর্ণায়মান স্কেটারের মতো আচরণ করবে। আর ঘূর্ণায়মান স্কেটাররা যেমন দুই হাত প্রসারিত করলে তাদের গতি কমে আসে, সেই রকমই চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘোরার গতি কমবে। তার ফলে দিনের দৈর্ঘ্য বাড়বে বলেই মত তাদের। আর এই বিষয়টি সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন। ২৪এর বদলে যদি ২৫ ঘন্টায় দিনরাত হয় তাহলে কী বদলে যাবে দিন-রাতের হিসেব? ঘড়ি চলবে কোনও নিয়মে? বদলে যাবে সমস্ত হিসেব-নিকেশ? যদিও বিজ্ঞানীদের মতে এটা নিয়ে নাজেহাল হওয়ার কিছু নেই। এই ২৫ ঘন্টা হতে অপেক্ষা করতে হবে ২০ কোটি বছর। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, ১৪০ কোটি বছর আগে ১৮ ঘণ্টায় দিন -রাত হতো। যা এখন ২৪ ঘন্টায় হয়।