সুস্মিতা হালদার, প্রতিনিধি ঃ চলতি অলিম্পিকে ভারতের ঝুলিতে পদক এসেছে তিনটি।প্রথমটি ১০ মিটার পিস্তল ইভেন্টে মানু ভাকেরের হাত ধরে, এরপর দ্বিতীয়টি এসেছিল পিস্তল মিক্সড ইভেন্টে মানু ভাকের এবং সরঞ্জিত সিংয়ের হাত ধরে। এবার সেই তালিকায় নতুন সংযোজন ধোনি-ভক্ত স্বপ্নিল কুশাল।
এবার প্যারিস অলিম্পিক্সে ১১৭ জন অ্যাথলিটের মধ্যে শুটিংয়ে ভারত পাঠায় ২০ জন শুটারকে। বুধবার কোয়ালিফিকেশনে সপ্তম স্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন মহারাষ্ট্রের বছর ২৮-এর স্বপ্নিল ৷শুরুর দিকে কিছুটা পিছিয়ে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ফাইনালে নিজের পারফরম্যান্স মেলে ধরতে শুরু করেন মরাঠা এই যুবক। তিনি শেষ করেন ৪৫১.৪ পয়েন্টে।
তিনি হলেন একমাত্র ভারতীয় যিনি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে পদক জিতলেন। এর আগে বিশ্বকাপ এবং এশিয়ান গেমসে টিম ইভেন্টে পদক জিতেছিলেন এই ভারতীয় শুটার৷
স্বপ্নিলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রী তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘অসীম ধৈর্য্য ও দক্ষতার পরিচয় দিয়েছে স্বপ্নিল ৷ তাঁর এই জয়ে প্রত্যেক ভারতবাসী আজ ভীষণ খুশি ৷”
আরও পড়ুন : ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন অব্যাহত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।