ঋক পুরকায়স্থ, সাংবাদিক: প্রয়াত টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অংশুমান গায়কোয়াড়। বুধবারই পরলোকে গমন করলেন তিনি। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সেই মরণ রোগের হাতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স ৭১। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা ভারতীয় ক্রিকেট মহলে। শুধু খেলোয়াড় নয় ভারতীয় দলের একজন দক্ষ কোচ হিসাবেও তার নাম বারবার উঠে এসেছে। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে ফিরে আসেন তার নিজের শহর বরোদায়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। শেষপর্যন্ত তার পাশে ছিলেন তার সতীর্থরাই।
কপিল দেব থেকে শুরু করে সময় সাময়িক সকলেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। এমনকি যখন তিনি লন্ডনে চিকিৎসার জন্য জন তখন তার হাতে কোনো অর্থ ছিল না। কপিল দেব ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানান আর্থিক সাহায্যের জন্য। আর ভারতীয় ক্রিকেট বোর্ড এই আবেদনে সাড়া দিয়ে চিকিৎসার জন্য ১ কোটি টাকা দিয়েছিল। ২২ বছর ভারতীয় দলের জার্সিতে তিনি মত ৪০ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ১৯৭৪ সালে প্রথম ক্যারিয়ার শুরু ইডেন গার্ডেন্সে। প্রথম টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মোট ৪০টি টেস্টে তিনি রান করেছিলেন ১৯৮৫। দুটি সেঞ্চুরি এবং দশটি হাফ সেঞ্চুরিও ছিল তার খাতায়। মোট ১৫ টি ওয়ানডে ম্যাচ ও খেলেছেন তিনি। ১৫ টি ম্যাচে ২৬৯ রান করেছেন এই তারকা। টেস্ট ক্রিকেটে দুটি এবং ওয়ানডে ক্রিকেটে একটি উইকেটও রয়েছে তার নামে। সুনীল গাভাস্কারের সাথে টেস্ট ওপেনে নামতেন তিনি। তবে তার প্রয়াণে শকস্তব্ধ গোটা ভারতীয় ক্রিকেট মহল।
আরও পড়ুন : মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে ধ্বংসযজ্ঞ