রিয়া দাস, নিজস্ব প্রতিনিধি: ফের কর্মসংস্থানে বড়সড় ধাক্কা। কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত। তাও ১-২ জন নয় চাকরি খোয়াতে চলেছেন প্রায় ১৮ হাজার কর্মী। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে মার্কিন চিপ প্রস্ততকারক সংস্থা ইন্টেল। বিশ্বের অন্যতম এই বড় সংস্থা জানিয়েছে, তাদের মোট কর্মক্ষমতার ১৫ শতাংশই ছাঁটাই করা হবে।
আচমকা ছাঁটাই কেন ?
শেষ অর্থবর্ষে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইন্টেল। এরপরই খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের মতো চরম সিদ্ধান্ত। ইন্টেল জানিয়েছে, এই বছরে তাদের ২০ বিলিয়ন অর্থাত্ ২০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত।
লোকসান অবসানে লোক ছাঁটাই
সাম্প্রতিক ত্রৈমাসিক রিপোর্টে দেখা গিয়েছে বিপুল টাকা লোকসান হয়েছে ইন্টেলের। যার পরিমাণ প্রায় ১.৬ বিলিয়ান মার্কিন ডলার। এই অবস্থায় সেখান থেকে ঘুরে দাঁড়াতে খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টেল। আর তাই বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের রাস্তা তাদের বেছে নিতে হয়েছে বলে জানিয়েছেন এই বহুজাতিক টেক জায়েন্ট কোম্পানি।
চিফ এক্সিকিউটিভের প্যাট জেলসিঙ্গার জানিয়েছেন, ‘’চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স অত্যন্ত খারাপ ছিল। বিভিন্ন পন্য ও প্রসেস টেকনোলজিতে মাইলফলক ছুঁলেও, গত ত্রৈমাসিকেই সংস্থার ১.৬ বিলিয়ান ডলার ক্ষতি হয়েছে।‘’
সংস্থার পক্ষে এখন অর্থবর্ষের দ্বিতীয় ভাগ আরও চ্যালেঞ্জিং হতে চলেছে বলেই জানানো হয়েছে। গত বছরে শেষ ভাগে ইন্টেলের কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ২৪ হাজার ৮০০। এবারের ছাঁটাইয়ের ফলে আনুমানিক ১৮ হাজার কর্মীর চাকরি চলে যাবে বলেই শোনা যাচ্ছে।
স্টক মার্কেটে বড় সড় ধাক্কা
সাম্প্রতিক ত্রৈমাসিকে বিপুল পরিমাণ লোকসানের খরব ছড়িয়ে পড়তেই স্টক মার্কেটেও বড়সড় ধাক্কা খায় এই টেক জায়েন্ট কোম্পানি। যার শেয়ারের বর্ধিত দাম পড়েছে ২০ শতাংশ। বৃহস্পতিবার, ১ অগাস্ট ৭ শতাংশ নেমে যায় এই স্টকের গ্রাফ। গত কয়েকদিনে ২৪ বিলিয়ান ডলার মার্কেট ক্যাপ হারিয়েছে ইন্টেল।
একটা সময় প্রসেসর তৈরিতে একচেটিয়া দাপট ছিল ইন্টেলের। কিন্তু বর্তমানে এনভিডিয়া, এএমডি ও কোয়ালকমের মতো সংস্থা বাজারে চলে আসায় সিংহাসন হারিয়েছে ইন্টেল। যা এর লোকসানের অন্যতম বড় কারণ, বলেও মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।