অলিম্পিক কুস্তির ফাইনাল থেকে অপসারিত ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত। নির্দিষ্ট ওজনের থেকে অল্প কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় নিয়ম অনুযায়ী ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়েছেন ভিনেশ। স্বপ্নভঙ্গ দেশবাসীর। খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই ভিনেশ কে উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে আবেগপূর্ণ পোষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- আজকেই ছিলো অলিম্পিক কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনাল ম্যাচ। সারা দেশ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো দেশের প্রথম সোনার অপেক্ষায়। বদলে হৃদয় ভঙ্গের খবর দিলো জাতীয় অলিম্পিক সংস্থা (Indian Olympic Association)। ফাইনালের আগে নিয়মমাফিক ওজন মাপার সময় ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত এর ওজন নির্দিষ্ট ৫০ কেজির থেকে ১০০ গ্রাম মতো বেশি হয়। ফলে অলিম্পিক এর নিয়ম অনুযায়ী ভিনেশ ফোগত ফাইনাল খেলার যোগ্যতা হারান। হতাশা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
ভিনেশ ফোগত কে নিয়ে সমাজ মাধ্যমে আবেগপূর্ণ পোষ্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন৷ তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর কাছে অনুপ্রেরণা৷ আজকের এই ধাক্কা যন্ত্রণাদায়ক৷ যে হতাশা আমায় গ্রাস করেছে তা ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পেলে ভাল হত৷ তবে একই সঙ্গে আমি জানি, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিমূর্তি তুমি। চিরদিন তোমার প্রকৃতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া৷ আরও শক্তিশালী হয়ে ফিরে এসো৷ আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি৷” প্রধানমন্ত্রীর এই বার্তা নিশ্চয়ই ভিনেশ ফোগত কে আশ্বস্ত করবে।
এদিকে ভিনেশ ফোগত মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে ফাইনাল খেলা থেকে বঞ্চিত হওয়ায় সমাজ মাধ্যমে উঠেছে তুমুল ঝড়। নেটিজেনরা অনেকেই এই ঘটনায় অন্তর্ঘাত এর হাত দেখছেন। এই ভিনেশ ফোগত ই বজরঙ পুনিয়া কে সঙ্গে নিয়ে তৎকালীন ভারতীয় কুস্তি ফেডারেশন এর সভাপতি বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরন সিং এর বিরোধীতায় নেমেছিলেন। শেষ পর্যন্ত চাপে পড়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে পদ থেকে সরতে হয় ব্রিজ ভূষণ কে। তবে তার জায়গায় ভারতীয় কুস্তি ফেডারেশন এর যিনি সভাপতি হন সেই সঞ্জয় সিং ব্রিজ ভূষণের খুব কাছের আস্থাভাজন। ফলে আন্দোলনকারি কুস্তিগীররা এই পরিবর্তন নিয়ে খুব একটা সহজ অবস্থায় ছিলেন না।
এমতাবস্থায় অলিম্পিক এর মতো আসরে সামান্য ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে ভিনেশ ফোগত ফাইনাল খেলা থেকে বঞ্চিত হওয়ায় অনেকেই এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তবে এটা নিশ্চিত যে ভিনেশ ফোগত এর বাড়তি ওজন কি করে হলো সেটা নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন অলিম্পিকে যাওয়া কুস্তিগীরদের কোচ (Coach) থেকে শুরু করে পুষ্টিবিদ (Nutritionist) ও অন্যান্য টিম মেম্বাররা। ফোগত এর ওজন এর বিষয়টা তাদেরই খেয়াল রাখা উচিত ছিলো বলে অনেকের মত।