ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে।দিনভর মেঘলা আকাশ। হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সকাল ও দুপুরে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৯.৯ মিলিমিটার।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা বাংলায়। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাগাতার বৃষ্টি বাংলায়। আজ বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
একনজরে দেখে যাক শহরে কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিমাণ কত..
পামার বাজার.. ৪১.১মিলিমিটার
ঠনঠনিয়া ২৪ মিলিমিটার
কুলিয়াট্যাংরা- ৩২ মিলিমিটার
পাগলাডাঙায- ২১.৪ মিলিমিটার
চিংড়িঘাটা – ৩৯ মিলিমিটার
মানিকতলা- ৩৩ মিলিমিটার
দত্তবাগান – ৩২ মিলিমিটার
বীরপাড়া- ২৭ মিলিমিটার
মার্কই স্ট্রিট . – ১৫ মিলিমিটার
ধাপা – ২৪মিলিমিটার
তপসিয়া – ৩৫ মিলিমিটার
উল্টোডাঙা – ৪২ মিলিমিটার
কামডাহারি – ১২ মিলিমিটার
পাটুলি – ১১ মিলিমিটার
বালিগঞ্জ – ২৩ মিলিমিটার
মোমিনপুর -৭ মিলিমিটার
চেতলা- ৬ মিলিমিটার
যোধপুরপার্ক – ২২ মিলিমিটার
কালীঘাট – ১৫মিলিমিটার
বেহালা এফসি – ১১mm
জোকা- ১৯ মিলিমিটার
গার্ডেন রিচ- ৯ মিলিমিটার
আজ বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।