ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: তরি-তরকারির মত পোষ্য বিক্রি হচ্ছে রাজ্যে। প্রায় সাত বছর আগেই পোষ্য বিক্রি সংক্রান্ত আইন তৈরি হলেও সেই আইন অমান্য করেই চলছে পোষ্য কেনা বেচা। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারী এক পশু প্রেমী সংগঠনের অভিযোগ, ২০১৭ সালে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট বা আইন এবং পরবর্তীতে ২০১৮ সালে ডগ ব্রিডিং, মার্কেটিং ও পেট রূল বা আইন চালু হয়েছে। কোনও ব্যক্তি বা বানিজ্যিক সংস্থা পোষ্য কেনা বেচা করলে এই আইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। মামলাকারী সংগঠনের দাবি, পোষ্য কেনাবেচার সঙ্গে জড়িত কোনও ব্যক্তি বা সংস্থার কোনও রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন ছাড়াই চলছে বিকিকিনি। ফলে কখনও কখনও ক্রেতার সামনে যেভাবে বা যে উপায়ে পোষ্যগুলিতে দেখানো হয় তা, ওই অবলা জীবগুলির কাছে অত্যাচারের সামিল। গত বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। শুনানিতে রাজ্যের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় মামলায় কোনও নির্দেশ দেয়নি আদালত। আপাতত মিনিস্ট্রি অফ অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড ও রাজ্য সরকারকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।