সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর (RG Kar Incident) ঘটনার প্রেক্ষিতে প্রথম দিন থেকেই নিজের মত জানিয়ে আসছেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। সেই মতে কখনও সিপিএম বা বিজেপির দিকে তির ছুঁড়েছেন, কখনও সিবিআই কে আক্রমণ করেছেন। পুলিশের ভূমিকা নিয়েও অল্প বিস্তর প্রশ্ন তুলেছেন তিনি। তবে রবিবার সকালে সমাজ মাধ্যমে পোষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক সিদ্ধান্তকেই একেবারে কাঠগড়ায় তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্র।
রবিবার সমাজ মাধ্যম এক্সে একটি দীর্ঘ পোষ্ট করেছেন কুনাল ঘোষ। লিখিত একটি বক্তব্যের ছবি পোষ্ট করে কুনাল ঘোষ জানিয়েছেন, “নাগরিক আন্দোলনের বিরোধীতা নয়; বিরোধীদের কুরাজনীতি বিরোধীতা করছি এবং করবো। আবারও স্পষ্ট করছি অবস্থান।” এর সঙ্গে যে লিখিত বক্তব্য তিনি দিয়েছেন সেখানেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের এই অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র।
দীর্ঘ পোষ্টের এক জায়গায় তিনি লিখেছেন, “নাগরিকদের মিছিল, জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতই সমর্থন করি। বিচার চাই। প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন। সেখান থেকেই বিরক্তি, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেই নাগরিকদের পথে নামতে হচ্ছে। নির্দিষ্ট কিছু পদক্ষেপে এই পরিস্থিতি সামলানোর দায়িত্বও সরকারের।” এরপরেই প্রশাসনের ভূমিকার সমালোচনা করে কুনাল ঘোষ লিখেছেন, “প্রশাসন এমন কোনও কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে ?” শেষ প্যারাগ্রাফ কুনাল ঘোষ লিখেছেন, “প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেন নি। সেটা প্রশাসন দেখুক। এ নিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য।” তবে নাগরিক আন্দোলনকে সমর্থন করলেও আর জি কর কাণ্ড নিয়ে সিপিএম, বিজেপি বা কংগ্রেসের পথে নামাকে কুরাজনীতি হিসেবেই মনে করছেন কুনাল ঘোষ।