সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আরজি কর কাণ্ডের আবহে রাজ্যজুড়ে যখন উত্তাল পরিস্থিতি, এরই মধ্যে ফেসবুকে পোস্ট কলকাতা পুলিশের এক থানার অফিসার ইনচার্জের। কলকাতা পুলিশের ওই ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের। কলকাতা পুলিশের সাউথ সাবারবান ডিভিশনের অন্তর্গত পাটুলি থানার অফিসার ইন চার্জ পদে রয়েছেন তীর্থঙ্কর দে (Tirthankar Dey)। ওই অফিসার ইনচার্জের বিরুদ্ধে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক তদন্ত করবেন বলে লালবাজার সূত্রে জানা গেছে। গতকাল মধ্যরাতে ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। সংশ্লিষ্ট পোস্টে তিনি লেখেন “একটা কথা বলি কমরেড। তোরা যতই আন্দোলন কর। শূন্য ছিলিস শূন্যই থাকবি “।
বৃহস্পতিবার সকাল থেকে সেই পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একজন অফিসার ইনচার্জ হয়ে কিভাবে রাজনৈতিক মন্তব্য করতে পারেন? তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে লালবাজারে। এরপরেই ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় লালবাজার। প্রয়োজনে তাঁকে পাটুলি থানা থেকে সরিয়ে দেওয়াও হতে পারে বলে সূত্রের খবর। যদিও পুলিশের সঙ্গে শাসকদলের এই একাত্মবোধ প্রথম নয়। এর আগেও একাধিক পুলিশ আধিকারিকদের উর্দি পড়ে রাজনৈতিক সভামঞ্চে দেখা গিয়েছে। স্বনামধন্য এক আইপিএস আধিকারিককে উর্দি পড়ে শাসক দলের সুপ্রিমোর পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়। যদিও এই বিষয়ে কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি।