ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: সাইবার প্রতারণার (Cyber Crime) শিকার খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice T.S. Sivagnanam)। এজলাসে বসে সে কথা নিজেই জানিয়েছেন। বৃহস্পতিবার আর জি করের নির্যাতিতার ছবি সহ বিকৃত মন্তব্য ছড়ানোর প্রেক্ষিতে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন কিছু বক্তব্য পেশ করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেসময় নিজের সঙ্গে ঘটে যাওয়া সাইবার প্রতারণার কথা এজলাসে বসে নিজেই জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘মাস দু’য়েক আমার ছবি ব্যবহার করে অনলাইনে টাকা চাওয়া হচ্ছিল। সেই ম্যাসেজ বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছিল। বিষয়টি জানার পরই আমি অভিযোগ জানাই। এবং শেষে জানা যায় রাজস্থানের একটি গ্রাম থেকে এই কাণ্ড ঘটানো হয়েছিল।’ এখানেই শেষ নয়। সপ্তাহ দু’য়েক আগে প্রধান বিচারপতির ছেলের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, ‘আমার ছেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি কপি করে একই ধরনের প্রতারনার চেষ্টা করা হয়েছে।’ শুধু প্রধান বিচারপতিই নয় দু’সপ্তাহ আগে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ছবি ব্যবহার করেও প্রতারনার চেষ্টা হয়েছে বলে জানা যাচ্ছে। হাইকোর্টের তরফে সেব্যাপারেও সাইবার সেলে অভিযোগ জানান হয়েছে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।