প্রবীর মুখার্জী, সাংবাদিকঃ প্রথম ১০ ওভারের মধ্যেই ভারতের তিন ব্যাটার ড্রেসিং রুমে দাঁত দিয়ে নখ খুঁটছেন। তাদের ব্যক্তিগত স্কোর ৬ – ০ এবং এবং ৬। আর ব্যাটারদের নাম রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি। ভারতের রান তখন মাত্র ৩৪। হয়তো বা ভাবছেন ম্যাচটা কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান্ডারার্সে না কি বার্বাডোজে ক্যারিবিয়নদের বিরুদ্ধে ! অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে ! কোনওটাই নয়। ঘরের মাঠে চেন্নাইয়ে। বিপক্ষ দলের নাম বাংলাদেশ। সাধারণত স্পিন সহায়ক উইকেটই হয়ে থাকে চেন্নাইয়ে। কিন্তু, এ কি ! আসলে গত কয়েকদিন ধরেই হাওয়ায় ভাসছিল চেন্নাইয়ে বোধ হয় লালমাটির পিচে প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। যদি তাই হয়, তবে সেই পিচ কিন্তু জোরে বোলারদের সাহায্য করবে। সেই পিচেই ম্যাচ হতে চলেছে জেনে যাওয়ার পর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
বল হাতে নিয়ে ভারতীয় শিবিরে প্রথম ছোবলটি মারেন হাসান মাহমুদ।খেলা তখন মাত্র ৬ ওভার গড়িয়েছে। প্যাভেলিয়নে ফিরে গিয়ে বোধ হয় তখনও প্যাড খুলে উঠতে পারেন নি রোহিত শর্মা। ফের আউট । এবারও সেই হাসান। শিকার শুভমন গিল। পরের ওভারে ফের বিরাটকে প্যাভেলিয়নের রাস্তা দেখিয়ে কিছুটা থামেন তরুণ পেশার হাসান। সেই সঙ্গে ক্রমেই চওড়া হতে থাকে বাংলাদেশ অধিনায়কের মুখের হাসি। মাত্র ১০০ রানের মধ্যে ভারতের প্রথম চার ব্যাটারকে ফিরিয়ে দিয়ে এদিনের মতো ইতি টানেন হাসান। নাহিদ রানা, মেহেদি হাসান মিরাজরা তখন চেন্নাইয়ের মাঠে আগুনে বোলিং করছেন। প্রথম ৬ উইকেট পড়ে যায় মাত্র ১৪৪ রানের মধ্যেই।
প্রথম ইনিংসে ভারত ২৫০ রান তুলতে পারবেন কি না..এই নিয়ে যখন তর্ক চলছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে ঠিক তখনই ভারতের ব্যাটিংয়ের হাল ধরলেন রবীচন্দ্রণ অশ্বীন ও রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে এখনও পর্যন্ত উঠেছে ১৯৫ রান। অশ্বীনের অপরাজিত সেঞ্চুরী নিঃসন্দেহে ভারতকে ভদ্র রানের দিকে নিয়ে গিয়েছে। ১০টি চার ও ২ টি ৬র সাহায্যে তাঁর রান ১০২। তাঁকে যোগ্য সঙ্গত করলেন রবীন্দ্র জাদেজা। ১০ টি চার ও ২ টি ৬ দিয়ে তাঁর ইনিংস সাজানো। ৮৬ রান করে অপরাজিত জাদেজা। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলের মুখোমুখি হয়ে ভারতের ইনিংসকে কতটা টেনে নিয়ে যায় এই দুই নির্ভরযোগ্য স্পিনার সেটাই দেখার। একই সঙ্গে দেখার জাদেজা শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পারেন কি না। প্রথম দিনের প্রথম দেড়খানা সেশন যদি হয়ে থাকে বাংলাদেশের, তবে শেষ দেড়খানা সেশন যে ভারতের , তা বলাই যায়।