নাজিয়া রহমান, সাংবাদিক:চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শুরু হয়েছে সেমেস্টার পদ্ধতি। একাদশের সেমেস্টারের নম্বর আপলোড নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে একাদশের প্রথম সেমেস্টার। আর একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার হবে মার্চ মাসে। পূর্বের ঘোষণা অনুযায়ী, ৩১ অক্টোবরের মধ্যে প্রথম সেমেস্টারের ফল আপলোডের কথা বলা হয়েছিল। কিন্তু সেই নিয়মে পরিবর্তন আনল সংসদ। নতুন নিয়ম অনুযায়ী, যাঁরা প্রথম সেমেস্টারে কোনও বিষয় অকৃতকার্য হবে বা পরীক্ষায় বসবে না, সেই তথ্য স্কুল জানাবে শিক্ষা সংসদকে। সেক্ষেত্রে অকৃতকার্য শিক্ষার্থীটি একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারেও বসার সুযোগ পাবে। তবে তাকে সাপ্লিমেন্টারি হিসাবে পরীক্ষা দিতে হবে অকৃতকার্য বা পরীক্ষা না দেওয়া বিষয়টি।। সেখানে উত্তীর্ণ হলে স্কুলগুলিকে তার তথ্য আবার জমা দিতে হবে সংসদকে। তাই শিক্ষা সংসদের তরফ থেকে ফল আপলোডের সময়সীমা ধার্য করা হয়েছে ১৪ এপ্রিল, ২০২৫।
এনিয়ে সংসদের বক্তব্য যে, ফের একাদশের রেজাল্ট আপলোড করার সময়সীমার পরিবর্তন করা হল। তার কারণ, পূর্বের নির্দেশ অনুযায়ী বছরে দু’বার করে প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের রেজ়াল্ট আপলোড করতে হত। এতে যেমন সময় নষ্ট হত, পাশাপাশি ভুলত্রুটি থাকার সম্ভাবনাও থেকে যেত। তাই এই পরিবর্তন করা হল। চলতি মাসের ৩০ তারিখ শেষ হচ্ছে প্রথম সেমেস্টারের পরীক্ষা। আর একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার হবে মার্চ মাসে। আর শিক্ষা সংসদের তরফ থেকে ফল আপলোডের সময়সীমা ধার্য করা হয়েছে ১৪ এপ্রিল, ২০২৫। সংসদের এই সিদ্ধান্তে কিছুটা হলেও উপকৃত হবে স্কুলগুলি বলে মত শিক্ষকমহলের।