ঋক পুরকায়স্থ, সাংবাদিক: “আমি এক কথার মানুষ, কথা দিয়ে কথা রাখি”, নির্বাচনের আগে বহুবার এই কথা শুনতে পাওয়া গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। তবে নির্বাচন শেষ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০। ভোটের ব্যবধান ৭ লক্ষ ১০ হাজার ৯৩০। রেকর্ড ব্য়বধানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জয় পেয়ে তৃতীয় বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তবে এবার পালা “কথা দিয়ে কথা রাখার”।
মাস কয়েক আগে ডায়মন্ড হারবারে ব্রিজও করে দিয়েছিলেন তিনি। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আছিপুর। বাস রুট কেবলমাত্র একটিই। ৭৭ নম্বর বাস। তবে বেশ কয়েকদিন ধরে বন্ধ হয়ে গিয়েছিল ওই রুট। লোকসভা নির্বাচনের ঠিক পরেই ১০ অগাস্ট আমতলায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস তাদের সাংসদকে জানিয়েছিলেন আছিপুর থেকে ধর্মতলা বন্ধ বাস পরিষেবা পুনরায় চালু করার কথা।
শেষ পর্যন্ত কথা দিয়ে কথা রাখলেন অভিষেক। রাখি পূর্ণিমার দিন চালু হয়ে গেল আছিপুর থেকে বিবাদীবাগ বাস পরিষেবা। পরিষেবা চালু হওয়ার পর পুজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস জানিয়েছেন, “আমাদের সাংসদ কথা দিয়ে কথা রাখেন, এক কথার মানুষ তিনি।”