সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: শুক্রবার এসএসকেএম হাসপাতালে আয়োজিত হল জুনিয়র চিকিৎসকদের গণকনভেনশন। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন এখান থেকেই তারা আগামী দিনে লড়াই করার রুপরেখা তৈরি করবেন সেই মতই বেশ কিছু নয়া পদক্ষেপের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা।
এদিন তারা জানিয়েছেন ২৯ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন যার নাম দেওয়া হয়েছে, ‘পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে’। ওই দিন তাদের আন্দোলনে শামিল হওয়ার জন্য সাধারণ মানুষকেও আহ্বান করেছেন জুনিয়র ডাক্তাররা। এর পাশাপাশি ২ অক্টোবর মহালয়ার দিন তারা মহামিছিলের ডাক দিয়েছেন। তার পর ধর্মতলায় মহাসমাবেশ হবে। দুপুর ১টা থেকে এই কর্মসূচি রয়েছে।
এখানেই শেষ নয় মহালয়ার আগের রাত ১ অক্টোবর, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পথে নামার কর্মসূচি আগেই ঠিক করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদ চলবে পুজোর আবহেও। অষ্টমী অর্থাৎ ১১ অক্টোবরও সারারাত পথে থাকার কথা তাদের। এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে কিছুদিনের মধ্যেই জানাবেন তারা।
তবে যে সময়ে ধর্মতলায় তারা মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছেন ওই সময়ে ধর্মতলা চত্বরে মিটিং মিছিল, সভা, সমাবেশ, জমায়েত সবকিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। ফলে নিষেধাজ্ঞা পার করে জুনিয়র ডাক্তারদের সমাবেশ কতটা শান্তিপূর্ণভাবে হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে।