সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ২০২৪ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেতে চলেছেন ৩ জন। ৩ অর্থনীতিবিদ হলেন- ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। এঁদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন জেমস এ রবিনসন। মাত্র ৩৫ বছর বয়সে নোবেল জয়ী হলেন তিনি। ডারন অ্যাসেমোগ্লু তুর্কির ইস্টানবুলের বাসিন্দা। ১৯৯৩ সাল থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনা করেন। এই প্রতিষ্ঠানেরই অর্থনীতি বিভাগের আর এক অধ্যাপক হলেন ব্রিটেনের শেফিল্ডে জন্মগ্রহণকারী সাইমন জনসন। ব্রিটিশ অর্থনীতিবিদ জেমস এ রবিনসন বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের নোবেল কমিটি নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ইতিমধ্যেই এই ৩ জনের নাম ঘোষণা করেছে। “কোনও দেশের সমৃদ্ধির ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কতটা”- এই ছিল ৩ অর্থনীতিবিদের গবেষণার বিষয়। এই পুরস্কারকে নোবেল পুরস্কার বলা হলেও, আদপে এটি নোবেল পুরস্কার নয়। এই পুরস্কার দেয় সুইডিশ কেন্দ্রীয় ব্যাঙ্ক। ‘আলফ্রেড নোবেল’- এর স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে “দ্য সুইডিশ সেন্ট্রাল ব্যাঙ্ক পুরস্কার” নামে খ্যাত এই পুরস্কার। ১৮৯৫ সালে আলফ্রেড নোবেল যে শেষ ইচ্ছাপত্রটি লিখেছিলেন, সেই ইচ্ছাপত্রটিতে ৫টি শাখায় নোবেল পুরস্কার প্রদানের জন্য তিনি তহবিল করেছিলেন। যদিও তার মধ্যে অর্থনীতি ছিল না। তিনি ৫টি বিভাগে পুরস্কার দিতে চেয়েছিলেন- পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বা ফিজিওলজি, সাহিত্য এবং শান্তি। মানব কল্যাণে এই ৫টি বিভাগই অবদান রাখে বলে তিনি মনে করতেন। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের ৩০০ বছর উদযাপনে অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া শুরু হয়। সেই থেকে এখনও পর্যন্ত ৫৬ বার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এইবার নিয়ে ১০ বার ৩ জন বিজয়ীরা যৌথভাবে জিতেছেন নোবেল মেমোরিয়াল পুরস্কার।