নাজিয়া রহমান, সাংবাদিক : পৃথিবীর জীবশক্তির বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির উৎস সূর্য। তাই সূর্যকে আমাদের পৃথিবী-সহ সমগ্র সৌরজগতের কেন্দ্রবিন্দু বলা হয়। এটি একটি গরম গ্যাসের বিশাল বল যা ক্রমাগত শক্তি উৎপাদন করে চলেছে। এই থেকে মনে হতেই পারে সূর্য অমর। কিন্তু, আপনি কী কখনও ভেবে দেখেছেন সূর্য কতদিন বেঁচে থাকবে? হয়ত জীবনের নানা জটিলতার মাঝে মানুষের মনে এপ্রশ্ন জাগেই না। কিন্তু একবার হলেও একথা কখনও কি মনে এসেছে যে সূর্য আমাদের পৃথিবীতে আলো দেয় সে কি চিরকাল জ্বলতে থাকবে? বিজ্ঞানীদের কাছে তার উত্তর হল ‘না’। সূর্যও একটি নক্ষত্র এবং প্রতিটি নক্ষত্রের মতো এরও একটি বয়স আছে বলেই মত গবেষকদের। বিজ্ঞানীদের বক্তব্য, সূর্য আনুমানিক ৪.৬ বিলিয়ন বছর পুরানো একটি গ্রহ। তাই তারা বিশ্বাস করেন যে এটি এখনও তার জীবনের মাঝখানে রয়েছে। তার মানে সূর্য তার জীবনের অর্ধেক বছর অতিবাহিত করেছে। এখনও যদিও পথ চলা অনেকটাই বাকি। সূর্যের ভিতরে হাইড্রোজেন নামক একটি উপাদান রয়েছে। এই হাইড্রোজেন পরমাণু একসঙ্গে মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয়, যার কারণে সূর্যের আলো জ্বলে। তবে কালের বিবর্তনে সূর্যের অভ্যন্তরে থাকা সমস্ত হাইড্রোজেন নিঃশেষ হয়ে গেলে এটি বড় হয়ে লাল দেখাবে। বিজ্ঞানীদের ভাষায় এই অবস্থাকে red giant অর্থাৎ লালা দৈত্য বলা হয়। তারপর ধীরে ধীরে এটি সঙ্কুচিত হয়ে একটি ছোট নক্ষত্রে পরিণত হবে, যাকে white dwarf বা সাদা বামুন বলা হয়।
তবে সূর্যের আয়ু এখনও এক বিলিয়ন বছর। গবেষণার তথ্য অনুযায়ী, হাইড্রোজেন ফুরিয়ে যাওয়ার পর, আরও ২-৩ বিলিয়ন বছর সময়কাল থাকবে যেখানে সূর্য তারার মৃত্যুর পর্যায়গুলি অতিক্রম করবে। প্রশ্ন এখন সূর্যের সমাপ্তিতে কি সমাপ্তি ঘটবে পৃথিবী সহ সৌরজগতের। যদিও এ নিয়ে চলছে গবেষনা।